লিখেছেন লুক্স
৩৮৬.
৩০ বছর ধরে জার্মানী থাকেন, এমন একজন বাংলাদেশীর সঙ্গে পরিচয় হলো। ভদ্রলোক একা থাকেন; কারো সঙ্গে বন্ধুত্ব করেন না, আমাকেও এড়িয়ে চলেন। তাঁর সঙ্গে কথা বলে যার পর নাই অবাক হয়েছি। তিনি বিদেশে চলে আসার পর থেকে বাংলাদেশের কোনো খবরই রাখেন না। বাংলাদেশে এখন কোন দল ক্ষমতায় আছে, বিরোধীদলে কারা, চলমান যুদ্ধাপরাধীদর বিচার প্রক্রিয়া, হেফাজতের উত্থান, ইত্যাদি রাজনীতি, খেলাধুলা, সংস্কৃতির কোনো কিছুর খবরই তিনি জানেন না। বুঝতে পারছিলাম না, শিক্ষিত একজন বাংলাদেশী বিদেশে এসে কীভাবে তার জন্মভূমি সম্পর্কে এতটা উদাসীন হতে পারে, কীভাবে ভুলে যেতে পারে তার প্রিয় মাতৃভূমিকে?
এই ভদ্রলোক সম্পর্কে জানতে আমার হয়ত আরো অনেক সময় লাগবে, আড্ডা লাগবে আরো কয়েক সন্ধ্যা। আপাতত আমাকে করা তার প্রথম প্রশ্নটির উত্তর খুঁজছি:
শুধুমাত্র হিন্দু হবার কারণে প্রিয় জন্মভূমির মানুষরা যদি আপনার ঘর বাড়িতে আগুন দিয়ে আপনার পরিবারের সবাইকে পিটিয়ে দেশ থেকে বের করে দেয়, তাহলেও কি আপনি আপনার জন্মভূমিকে ভালোবাসবেন? রাখবেন জন্মভূমির কোনো খবর?
এ প্রশ্নের উত্তর আমার পক্ষে দেয়া অসম্ভব, কারণ আমার বেলাতে এমনটি ঘটেনি। আপনি পারবেন এ প্রশ্নের উত্তর দিতে, কী করে সম্ভব যদি আপনার জীবনেও এমন ঘটনা না ঘটে?
৩৮৭.
মুহাম্মদের থিওরি দিয়ে মুসলমানরা আল্লাহর অস্তিত্ব প্রমাণে ব্যর্থ।
৩৮৮.
আমরা জ্ঞানী লোকের উদাহরণ দেবার সময় সেই সব মনীষীদের নাম বলি, যাঁরা আজ থেকে শত বছর আগেই আজকের তুলনায় আরও অন্ধকার যুগে কুৎসিত ও বিষাক্ত ধর্মীয় দর্শনের মূলে আঘাত করার সাহস দেখিয়েছিলেন। আর আমরা একবিংশ শতাব্দীতে পৌঁছেও সেই মহান মনীষীদের অনুসরণ না করে অনুসরণ করছি সেই সব কুৎসিত ও বিষাক্ত মধ্যযুগীয় ধর্মীয় দর্শনের প্রবক্তা নবী-রসুলদের। শুধু কথায় পরিবর্তন আসে না, পরিবর্তন আসে কাজে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন