আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০১৪

ধর্মপচানি পংক্তিমালা - ০৬

লিখেছেন জুপিটার জয়প্রকাশ 

১৬. 
ইসলামে কইয়া রাখিয়াছে "অপচয়কারী শয়তানের ভাই।" কিন্তু ওদিকে আল্লায় নাকি আদমেরে বানানোর পর থেকেই (নাকি আগে থেকেই?) জাহান্নামে আগুন জ্বেলে রেখেছে। কোন কালে কেয়ামত হবে (সঠিক সময় আল্লা নিজেও জানে না) তার পর পাপীদের মধ্য থেকে বাছাই হবে। পচা আলুরা পানাপুকুরে যাবে, বেগুন পাপীরা পোড়া হবে, পটল পাপীরা মুচমুচে ভাজা হবে, লুচি পাপীরা ফুটন্ত তেলে ছাঁকা হবে ইত্যাদি।

তার জন্য এত আগে থেকে আগুন জ্বেলে রাখার প্রয়োজন কী? আল্লা কি তবে শয়তানের ভাই? নাকি সেই আমলের হাঁদা, যখন মানুষে আগুন জ্বালা শেখেনি। কোনো রকমে একবার আগুন পেয়ে গেলে আর নিভতেই দিত না?

১৭.
স্বর্গবাদী ধর্মগুলোর মূল কথা আসলে একই। পৃথিবীকে নরকে পরিণত করাই স্বর্গের টিকিট পাবার আসল যোগ্যতা।

১৮.
ইহুদী, কেরেস্তান, হিন্দু এরা সবাই নাকি দিনরাত এচলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই চলেছে। কিন্তু অ্যাজ অবধি দেখলাম না যে কোনো সাচ্চা মুমিন এদের দেশ ত্যাগ করে তাদের পবিত্র আরবে হিজরত করল।

ফার্স্ট ক্লাস দ্যাশ ইউরোপ আম্রিকার ব্যাপারই আলাদা, কিন্তু থার্ডক্লাস ইন্ডিয়া থেকেও কোনো সাচ্চা মুসলিমকে আরবে হিজরত করতে দেখলাম না। আরবের সরকারেরও দুনিয়ার সব মুমিনকে জায়গা দেবার মতন কোনো ইচ্ছা দেখি না। আসলে তারা জানে, আল্লায় রিজিক দেবে - এইটা একখানা নূরানী চাপা মাত্র।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন