মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০১৪

কাসুন্দিমন্থন - ১৩

(ধর্মকারীর নতুন পাঠকদের কথা ভেবে নির্বাচিত কিছু পুরনো পোস্ট পুনঃপ্রকাশ করা হবে এই সিরিজে)


১. ঈশ্বর হচ্ছে বিশাল এক... (আহেম!)

জীবনের উৎস অনুসন্ধান করতে গিয়ে পাওয়া গেল ঈশ্বরের আসল পরিচয়। মাত্র দেড় মিনিটের হাহাপগে ভিডিও। 

ভিডিও লিংক: http://youtu.be/YwBTo0LjIs0

প্রথম প্রকাশ: ১২.০১.১০

২. ধর্মাতুল কৌতুকিম – ০৫

১৩.
– উটকে মরুভূমির জাহাজ বলা হয় কেন?
– কারণ উটের ভেতরে আছে আরবীয় সি-মেন (semen)।

১৪.
মোল্লা বক্তৃতা দিচ্ছে:
– সেক্সের মতো বাজে ব্যাপার আর নেই। আনন্দ এক ঘণ্টার, তবে কলঙ্ক সারাটা জীবনের।
দর্শকদের ভেতর থেকে এক যুবকের প্রশ্ন:
– আনন্দ এক ঘণ্টা দীর্ঘ করার উপায় কী?

১৫.
– ইলেকট্রিক বাল্ব বদলাতে ক'জন নাস্তিক প্রয়োজন?
– দু'জন। একজন বাল্ব বদলাবে, আর অন্যজন সেই দৃশ্যটি ভিডিও করবে, যাতে ধর্মবিশ্বাসীরা এসে পুরো কৃতিত্ব আল্লাহকে দিতে না পারে।

প্রথম প্রকাশ: ০৬.০১.১০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন