লিখেছেন ওয়াশিকুর বাবু
'রোহিঙ্গা ইস্যুতে অমুক নাস্তিকের বক্তব্যের সাথে জামাত-শিবিরের বক্তব্যের মিল আছে। তাই এইসব মুক্তমনার ভেকধারীরা সবাই ছাগু...'
জামাত-শিবির প্রতিষ্ঠিত হয়েছে বিশেষ একটি ধর্মের নামে। তারা ৭১-এ গণহত্যা, লুটপাট, গণধর্ষণ চালিয়েছিল সেই ধর্মের নামে। তার অনেকদিন পর এ দেশে পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে একই ধর্মের নামে। হাজার হাজার তরুণকে ব্রেনওয়াশ দিয়ে রেখেছে সেই ধর্মের নামে। দেশের মোট জনসংখ্যার বড় একটা অংশকে (বিএনপি এবং জামাতি) বিভ্রান্ত করে রেখেছে সেই ধর্মের নামে। ২০০১ সালে নির্বাচনে তারা ক্ষমতায় এসে ব্যাপক সাম্প্রদায়িক সন্ত্রাস চালিয়েছে সেই ধর্মের নামে। যুদ্ধাপরাধীদের বিচার পণ্ড করার চেষ্টা করছে সেই ধর্মের নামে। গণজাগরণকে ব্যর্থ করার চেষ্টা করেছে সেই ধর্মের নামে। সাঈদীর চাঁদে দেখা যাওয়া সহ বিভিন্ন গুজব ছড়িয়েছে এবং জনগণের একটা অংশকে বিশ্বাস করিয়েছে সেই ধর্মের নামে।
সেই ধর্ম না থাকলে জামাত-শিবিরের অস্তিত্ব বিলীন হয়ে যেত মুহূর্তেই...
কুইজ:
১. জামাত-শিবিরের সাথে কাদের ধর্মবিশ্বাসে মিলে যায়?
২. নাস্তিক বিরোধী ইস্যুতে জামাত-শিবিরের সাথে কাদের বক্তব্য মিলে যায়?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন