আল কোরান ৬:৯৮
তিনিই আসমান থেকে পানি পাঠান এবং আমরা ভূমি থেকে সবধরনের উদ্ভিদ বের করে আনি
এখানে তিনিটা কে ও আমরা কে? আল্লাহ তাহলে কুরআন নাজিলের সময়ে মাল্টিপল পারসোনালিটি সিনড্রোমে ভুগতো?
এমন মজার চুটকি আল-কুরান ছাড়া আর কৈ পাইবেন?
আল-কুরান পড়ুন, নিজে হাসুন, অন্যদেরও হাসান।
আল কোরআন ৭৮:১২
আর আমিই নির্মাণ করেছি তোমাদের উপর সাতটি মজবুত আসমান।
আল্লাহ পাক সাত সাতটি মজবুত আসমান কোথায় পেলেন, বুঝলাম না। বিজ্ঞানের ভাষায় আসমান বলে তো কোনো বস্তুই নেই। যেটা আছে সেটা মহাশূন্য। বোঝা গেল, কোরআন আল্লাহ লেখেনি। এটা কোন উচ্চাভিলাষী স্বল্পশিক্ষিত মানুষের কাজ।
এমন মজার চুটকি আল-কুরান ছাড়া আর কৈ পাইবেন?
আল-কুরান পড়ুন, নিজে হাসুন, অন্যদেরও হাসান।
আল কোরআন ৬:৬০
তিনিই তোমাদের রাত্রিকালে নিদ্রারূপ মৃত্যু ঘটান, এবং তোমরা দিবসে যা কর তাও তিনি জানেন, তারপর তিনি দিনে তোমাদের পুনরায় জাগরিত করেন নির্ধারিত আয়ুষ্কাল পূর্ণ করে দিতে।
অর্থাত্ রাতে সকল মানুষের ঘুমের মধ্যে মৃত্যু হয় এবং দিনে তাদের পুনর্জাগরিত করা হয়! নিদ্রার কী অপূর্ব কুরানিক ব্যাখ্যা! এজন্যই তো বলা হয়, বরেণ্য বিজ্ঞানীরা কোরআন পড়েই তবে সহি বিজ্ঞানী হন!
এমন মজার চুটকি আল-কুরান ছাড়া আর কৈ পাইবেন?
আল-কুরান পড়ুন, নিজে হাসুন, অন্যদেরও হাসান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন