লিখেছেন দাঁড়িপাল্লা
২৫.
বাংলাদেশে মুসলমান ছাড়া অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মানুনুভোদা নাই; তাগো খালি "পূর্ণিমা" আছে।
২৬.
হাদিসে (মুসলিম ৪১৪৩) আছে - সূলায়মান এক রাইতে ৯০ জন বিবির লগে সেক্স করেন এই আশায় যে, প্রতিটা বিবি এমন অশ্বারোহী সৈনিক হওয়ার যোগ্যতাসম্পন্ন পুত্রসন্তান জন্ম দেবে, যারা কিনা ভবিষ্যতে আল্যার পথে জিহাদ করবে। একজন সূলায়মানরে উপদেশ দিল সেক্সের আগে ইনশাল্যা কইয়া তারপর লাগাইতে। সূলায়মান ইনশাল্যা কয় নাই। ফলে তার একটা মাত্র বিবি একটা মাত্র সন্তান প্রসব করে, তাও কিনা অপূর্ণাঙ্গ। বাকি বিবিদের কোনো সন্তান হয় নাই। হাদিসে আল্যার নামে কসম খাইয়া পর্যন্ত বলা হইতেছে যে, ইনশাল্যা কইলে নাকি পুত্র সন্তান হইত, এবং পরে তারা অশ্বারোহী সৈনিক হয়ে আল্লাহর পথে জিহাদ করতো।
সামবেদীয় দশসংস্কারের গর্ভধারণ পর্বে বলা আছে - পুত্রসন্তান লাভের জন্য ওঁ দীর্ঘায়ুষং বংশধরং পুত্রং জনয় সুব্রতে অর্থাৎ হে সুব্রত, তুমি দীর্ঘায়ু ও বংশধর পুত্র প্রসব কর, এই মন্ত্র পাঠ কইরা সেক্স করতে হয়।
বিয়ার সাথে (বিশেষ কইরা পুত্রসন্তান) বিয়ানোর এমন গভীর সম্পর্ক দেইখা বিয়া নামক জিনিসটার প্রতি ঘৃণা ধইরা গেছে।
২৭.
প্রশ্নপত্র হাতে পাওয়া মাত্রই পরীক্ষার্থীরা যেমন দেখে প্রশ্ন কমন পড়ছে কি না, ঠিক তেমনি দুই বা ততোধিক আস্তিক এক হলেই দেখে তাদের মধ্যে ধর্ম কমন পড়ছে কি না। ধর্ম কমন পড়লেও পড়তে পারে, তবে তাদের মধ্যে কোনোদিনও কমনসেন্স কমন পড়ে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন