আল কোরান ২৩:১৪
এরপর আমি শুক্রবিন্দুকে জমাট রক্তরূপে সৃষ্টি করেছি, অতঃপর জমাট রক্তকে মাংসপিন্ডে পরিণত করেছি, এরপর সেই মাংসপিন্ড থেকে অস্থি সৃষ্টি করেছি, অতঃপর অস্থিকে মাংস দ্বারা আবৃত করেছি, অবশেষে তাকে নতুন রূপে দাঁড় করিয়েছি। নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কত কল্যাণময়।
অর্থাৎ মাতৃগর্ভে প্রথমে সন্তানের হাড় গঠিত হয়, তারপরে তার ওপরে মাংস "পরিয়ে" দেওয়া হয়। কিন্তু আধুনিক বিজ্ঞান বলে, মাতৃগর্ভে প্রথমে সন্তানের মাংসল দেহ গঠিত হয়, তারপরে মাংসের ভেতরে হাড় গঠন শুরু হয়। কোনটা বিশ্বাস করবো?
এমন মজার চুটকি আল-কুরান ছাড়া আর কৈ পাইবেন?
আল-কুরান পড়ুন, নিজে হাসুন, অন্যদেরও হাসান।
আল কোরান ১১:৭
তিনিই (আল্লাহ) আসমান ও যমীন ছয় দিনে তৈরী করেছেন, তাঁর আরশ ছিল পানির উপরে...
অর্থাৎ আল্লাহ আসমান ও জমিনকে ছয়দিনে সৃষ্টি করেছেন এবং সৃষ্টির সময়ে তার আরশ ছিলো পানির ওপরে। তাহলে সৃষ্টির সময়ে আরশ রাখার মত পানি ছিলো কোথায়?
এমন মজার চুটকি আল-কুরান ছাড়া আর কৈ পাইবেন?
আল-কুরান পড়ুন, নিজে হাসুন, অন্যদেরও হাসান।
আল কোরান ৭৯:৩০
আল্লাহ পৃথিবীকে সমতল করে বিস্তৃত করেছেন...
আসুন, সবাই মিলে পৃথিবীর কিনারায় গিয়ে লাফ দেই।
এমন মজার চুটকি আল-কুরান ছাড়া আর কৈ পাইবেন?
আল-কুরান পড়ুন, নিজে হাসুন, অন্যদেরও হাসান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন