শুক্রবার, ৩০ মে, ২০১৪

আবু জাহেলীয় তালিম সমগ্র - ৬

লিখেছেন আবু জাহেল (Version 2)

৩৬.
ধর্ম হইলো এক ধরনের ব্যবসা, যেখানে সবাই নিজ নিজ পণ্যের সুনাম করে! আমার ধর্ম সেরা! আমার ধর্ম সঠিক ধর্ম! আরো কতো কী! 

৩৭.
যখন কোনো মুমিন বান্দা রোগে বা দুর্ঘটনায় মারা যায়, তখন তারা বলে যে, আল্লাহ তাকে দ্রুত জান্নাত পুরস্কার দেয়ার জন্যই একটা উছিলা দেখিয়ে তাকে তুলে নিয়েছেন!

আর যখন কোনো কাফের রোগে বা দুর্ঘটনায় মারা যায়, তখন তারা বলে ওঠে - আল্লাহ যুগে যুগে কাফেরদের এভাবেই শাস্তি দিয়েছেন! 

৩৮. 
আমাকে কেউ একজন জিজ্ঞেস করেছিল, আপনার বাবা একজন মাওলানা হওয়া সত্ত্বেও কেন আপনার এই অবস্থা!?! 

উত্তরে আমি বললাম:
- মুহাম্মদ নিজেই তো তার পিতার ধর্মের বিরুদ্ধে ছিলো! তাই একটু সুন্নাত পালন করলাম আর কি!

৩৯. 
কাদের মোল্লার ফাঁসির পর কিছু জামাতি পেইজে দেখেছিলাম "শহীদ কাদের মোল্লা" শব্দটি!! ভাবছি, কবে জানি দেখতে হবে "শহীদ মীর জাফর" শব্দবন্ধটিও!!

৪০.
মানুষের জীবন এখন বিজ্ঞাননির্ভর। মানুষ বিজ্ঞানকে ভালোবাসতে শুরু করেছে এবং প্রাধান্য দিচ্ছে। আর এ জন্যই কতিপয় ধর্মগরু তাদের ঐশী কিতাবগুলোকে বিজ্ঞানময় কিতাব প্রমাণে ব্যস্ত! কতিপয় মুমিনস সব সময় বলে থাকে যে, কুরআন নাকি বিজ্ঞানে বিজ্ঞানান্বিত! যদিও সত্যি কথা বলতে কি, স্কুলের নিম্নতম ক্লাসের বিজ্ঞান বইও কুরআনের চেয়ে অনেক বেশি তথ্যবহুল এবং সেই তথ্যগুলো কুরআনে উল্লেখিত তথ্যগুলোর মতো ভুয়া না।

সম্প্রতি হিন্দুরাও তাদের মূর্তিপূজার মতো আচোদা কার্যকলাপে বিজ্ঞানের সন্ধান পাচ্ছে!

কেউ আমারে গুম কইরা ফালা!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন