বৃহস্পতিবার, ২৯ মে, ২০১৪

বনের পাখি খাঁচার পাখি

অনেকের কাছে বন্দীজীবন ও দাসত্বই মধুর।
মনে পড়ে যায় রবীন্দ্রনাথ ঠাকুরের 'দুই পাখি' নামের কবিতার কথা।
কিয়দংশ উদ্ধৃত করা যাক:

খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে।
একদা কী করিয়া মিলন হল দোঁহে, কী ছিল বিধাতার মনে।
বনের পাখি বলে, ‘খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোঁহে মিলে।’
খাঁচার পাখি বলে, ‘বনের পাখি আয়, খাঁচায় থাকি নিরিবিলে।’
বনের পাখি বলে, ‘না, আমি শিকলে ধরা নাহি দিব।’
খাঁচার পাখি বলে, ‘হায়, আমি কেমনে বনে বাহিরিব।’

বনের পাখি গাহে বাহিরে বসি বসি বনের গান ছিল যত,
খাঁচার পাখি পড়ে শিখানো বুলি তার— দোঁহার ভাষা দুইমত।
বনের পাখি বলে ‘খাঁচার পাখি ভাই, বনের গান গাও দেখি।’
খাঁচার পাখি বলে, ‘বনের পাখি ভাই, খাঁচার গান লহো শিখি।’
বনের পাখি বলে, ‘না, আমি শিখানো গান নাহি চাই।’
খাঁচার পাখি বলে, ‘হায় আমি কেমনে বনগান গাই।’
...

শৃঙ্খলিত মগজ ও স্বাধীন মগজ - ঠিক যেন খাঁচার পাখি ও বনের পাখি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন