কারো নিমক অর্থাৎ নুন খেয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের বদলে কুৎসা উদগীরণ বা কৃতঘ্নতাসূচক কাজ করে যারা, তাদের আচরণকে নিমকহারামী বলা হয়, এ কথা সর্বজনবিদিত।
এখন দেখা যাক 'বিজ্ঞানহারামী' আচরণ কাকে বলে:
বিজ্ঞানের সমস্ত অবদান জীবনের প্রতিটি স্তরে এবং প্রতিটি মুহূর্তে সর্বোতভাবে ভোগ ও ব্যবহার করেও বিজ্ঞানকে অস্বীকার, বিজ্ঞানের প্রতি নিন্দাজ্ঞাপন ও শত্রুতাপূর্ণ মনোভাব পোষণ করাটাই নিশ্চিতভাবে বিজ্ঞানহারামী আচরণ।বিজ্ঞানহারামিপনা সম্ভব শুধুমাত্র আস্তিকদের (সবার কথা বলছি না) পক্ষেই। আরও উল্লেখ্য যে, বিজ্ঞানের অবদান-পরিবেষ্টিত জীবনযাপন করেও বিজ্ঞানকে অস্বীকার করা ও বিজ্ঞানবিদ্বেষ পোষণ করার মতো নির্লজ্জ আচরণের মধ্যেই এদের কার্যবিধি সীমাবদ্ধ নয়; বিজ্ঞানের সমস্ত কৃতিত্ব তারা অপাত্রে অর্থাৎ ধর্ম-ঈশ্বরকে প্রদানে বড়োই ব্যগ্র।
নিচের পোস্টারটি অনুবাদ করে দিয়েছেন কৌস্তুভ। পূর্ণাকারে দেখতে ছবির ওপরে ক্লিক করতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন