লিখেছেন ওয়াশিকুর বাবু
আসুন, নাস্তিকদের কটূক্তির বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দেই...
কটূক্তি ৩১:
ইসলামের সমালোচনা করলে মুসলিমরা সমালোচনাকারীকে ছদ্মবেশী হিন্দু বলে দাবি করে। এছাড়াও অভিযোগ করে, এসব সমালোচনা খ্রিষ্টান মিশনারীদের তৈরি। কিন্তু সমালোচক হিন্দু, খ্রিষ্টান বা অমুসলিম হলেই বা সমস্যা কোথায়? তারাও তো মানুষ।
দাঁত ভাঙা জবাব:
দেখুন, মুসলিমরাই ইসলামের অনুসারী। অমুসলিমদের ইসলামের সমালোচনা করার কোনো এখতিয়ার নেই। তারা যে ধর্ম পালন করছে, সেই ধর্মের সমালোচনা করে না কেন? নিজ ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মের সমালোচনা করাটা অনধিকার চর্চা এবং অগ্রহনযোগ্য।
কটূক্তি ৩২:
অমুসলিম মনীষীগণ ইসলাম বা মুহাম্মদের কোনো প্রশংসা করলে মুসলিমরা এত উৎফুল্ল হয় কেন?
দাঁত ভাঙা জবাব:
ইসলাম শুধুই মুসলমানদের জন্য আসেনি। বৃহত্তর মানব কল্যান সাধনের জন্যই আল্লাহ নবীকে দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন। অমুসলিমরাও যখন ইসলামের সত্যতা উপলব্ধি করে, তখনই তারা প্রশংসা করে। এটা মুসলিমদের জন্য একটা বিজয়।
[বি.দ্র. কটূক্তির বদলে দাঁত ভাঙা জবাব গুলো আমার নয়। বিভিন্ন সময়ে ভার্চুয়াল মুমিনগণ যে জবাব দিয়েছেন তা কপি করে ছড়িয়ে দিচ্ছি শুধু। আপনারাও সবাই শেয়ার করে নাস্তিকদের অপপ্রচারের বিরুদ্ধে জবাব দিন, ঈমান পোক্ত করুন...]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন