৪০১.
কলেমা শাহদাৎ; আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্যা ছাড়া আর কোনো মাবুদ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মহাম্মদ তার প্রেরিত রাসুল।
সাক্ষ্য কে দিচ্ছে? ওপরের কথাগুলি কার? কে কাকে বলছে? কেন বলছে? সাক্ষ্য প্রমাণেরই বা দরকার কী? শতাব্দীর পর শতাব্দী সাক্ষ্য দেয়ার পরেও কেন এই সাক্ষ্য দেয়া ও এর প্রয়োজন শেষ হচ্ছে না? আমি কিন্তু সাক্ষ্য দেবো না। ভুয়া সাক্ষ্য দেয়াদেয়ির মধ্যে আমি নেই। আপনারা দেবেন কি?
৪০২.
হিন্দুরা গাভীকে আম্মু ডাকে। ষাঁড়কে আব্বু ডাকে না কেন? ষাঁড় যদি তাদের আব্বু না হয়, তাদের আব্বু তবে কে?
৪০৩.
জীব জগতের প্রতি গৌতম বুদ্ধের খুব মায়া ও দরদ ছিল। তিনি তাই জীব হত্যা করতে মানা করেছেন মানুষকে। মাছ মাংস না খেয়ে শাক সবজি খেয়ে জীবন অতিবাহিত করতে মানবিক ও দরদী আহবান জানিয়েছেন মানব-সম্প্রদায়ের প্রতি। গাছেরও যে প্রাণ আছে তখনো তা আবিস্কৃত হয়নি। তাই তিনিও তা জানতেন না। তিনি যদি জানতেন, গাছের প্রাণ আছে, গাছেরাও আঘাতে ব্যথা পায়। তাহলে কি তিনি মানুষকে না খেয়ে বেঁচে থাকতে বলতেন?
৪০৪.
সবার উপর 'আল্যা নাই' সত্য
তাহার উপরে সত্য নাই।
৪০৫.
গঙ্গাজল, জমজমের পানি, জর্ডানের সলিল, বঙ্গোপসাগরের জল বা পানি আর টেমসের ওয়াটারের মধ্যে পার্থক্য কি? গঙ্গাজল হিন্দুদের কাছে পবিত্র ও বিশেষ ক্ষমতার অধিকারী, কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীদের কাছে তা নয় কেন? জমজমের পানি মুছলমানদের কাছে অতি পাক, অলৌকিক; অন্যান্য ধর্মাবলম্বীদের কাছে নয় কেন? জর্ডানের সলিল খ্রিষ্টান ও ইহুদিদের কাছে পবিত্র ও বিশেষ, কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীদের কাছে নয় কেন? অপরদিকে প্রশান্ত মহাসাগর, অতলান্তিক মহাসাগর, বঙ্গোপসাগর, কর্ণফুলি ইত্যাদি নদী ও সাগরের জল বা পানি বা সলিল বা ওয়াটার সবার কাছে এক কেন?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন