বুধবার, ২৮ মে, ২০১৪

কাসুন্দিমন্থন - ২১

(ধর্মকারীর নতুন পাঠকদের কথা ভেবে নির্বাচিত কিছু পুরনো পোস্ট পুনঃপ্রকাশ করা হবে এই সিরিজে)


১. মোনাজাত-মাপক যন্ত্র

দোয়া-মোনাজাত-প্রার্থনা মানেই সময়ের অনর্থক অপচয়। যা ঘটবে, তা অনিবার্য। "গুনগুনিয়ে কেন্দে কেন্দে মাথা ঝাঁকিয়ে" (বাংলার উসমান মুয়াজ্জিন মোহাম্মদ ইসলাম-এর ভাষায়) ভগবানেশ্বরাল্লাহর কাছে আর্জি পেশ করে কুনো লাভ নাই। 

তো এই অপচয়িত সময়ের একটি হিসেব করার সহজ ব্যবস্থা আছে নেটে। আপনি জীবনে কতো বছর দোয়া-মোনাজাত-প্রার্থনা করেছেন বা করে চলেছেন এবং এর ফলে কতোটা সময় স্রেফ গচ্চা গেছে, তা জেনে নিন এই মোনাজাত-মাপক যন্ত্র থেকে। 

প্রথম প্রকাশ: ১৫.০২.১০

২. লুইস ব্ল্যাকের ধর্মবিশ্লেষণ

ইহুদি বংশোদ্ভুত আমেরিকান স্ট্যান্ড-আপ কমেডিয়ান, লেখক, নাট্যকার ও অভিনেতা লুইস ব্ল্যাক-এর সঙ্গে অভূতপূর্ব দশটা মিনিট কাটান। মোনাজাতের মতো বিফলে যাবে না  

ভিডিও লিংক: http://youtu.be/LGrlWOhtj3g

প্রথম প্রকাশ: ১৮.০২.১০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন