সমরেশ বসুর “প্রজাপতি” অশ্লীলতার অভিযোগে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল সেই ১৯৬৮ সালে; এবং ১৮ বছর বন্ধ ছিল এর পুনঃপ্রকাশ। লেখক বুদ্ধদেব বসু আদালতে সাক্ষ্য দিতে গিয়ে বলেছিলেন, “যৌনতার কারণে ‘প্রজাপতি’ নিষিদ্ধ হলে বাইবেল-মহাভারতকেও নিষিদ্ধ করতে হয়।”
সমরেশ বসুর হয়তো জানা ছিল না যে, বাইবেল এবং রামায়নও কখনো কখনো নিষিদ্ধ হয়েছিলো বিশ্বে ;)
আমাদের কাছে অবিশ্বাস্য মনে হলেও সত্য যে, অশ্লীলতার কারণে প্রথম যে বইটি নিষিদ্ধ হয় সেটি ছিল খ্রিষ্টানদের পবিত্র বাইবেল। ইংল্যান্ড থেকে প্রকাশিত William Tyndale এর অনুদিত বাইবেল-এর ছ’হাজার কপি পোড়ানো হয়। এ ঘটনা ইশ্বর নিন্দার জন্য নয়, বরং অশ্লীলতার (বিবাহবিচ্ছেদ নিয়ে আলোচনা) জন্যে। তৎকালীন অষ্টম হেনরি নিজের জীবনের বিবাহবিচ্ছেদ নিয়ে বিস্তর ঝামেলায় পড়েছিলেন। তিনি চেয়েছেন বিবাহবিচ্ছেদ নিয়ে কোথাও যেন আলোচনা না হয়। হোক তা বাইবেল। বাইবেল নিষিদ্ধ হওয়ার পর আত্মগোপন করতে হয় বাইবেল অনুবাদক William Tyndale-কে। প্রাণ বাঁচানোর জন্য তাঁকে দেশত্যাগ করতে হয়েছিল। আজ সারা দুনিয়ার মানুষ যে-বাইবেল অনুসরণ করে, সেটা মূলত William Tyndale এর সেই নিষিদ্ধ অনুবাদ।
জি; উইলিয়াম টেইন্ডালের সেই নিষিদ্ধ অনুবাদ থেকেই কিং জেমস ভার্শন অনুবাদ করা হয়; উইলিয়াম কেরি আবার সেই কিং জেমস ভার্শন বাইবেল থেকেই বাংলা বাইবেল অনুবাদ করেন।
হাউ ফানি
(বইটি ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে)
“দ্য রামায়ানা অ্যাজ টোল্ড বাই অব্রে মেনেন” (the Ramayana as told by AYBREY MENEN) ছিল নিষিদ্ধ ঘোষিত আরেক ধর্মীয় গ্রন্থ। রামায়নের গল্পটি আধুনিক আঙ্গিকে ব্যাখ্যা করার কারণে গ্রন্থটি নিষিদ্ধ করা হয়। দেব-দেবীকে আকার দিয়ে পুজা করা হয়। অথচ দেব-দেবীকে মানবীয়করনের কারণে ভারত সরকার গ্রন্থটি প্রকাশ (১৯৫৬) করার সাথে সাথে নিষিদ্ধ করে দিয়েছে।
(বইটি ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে)
নিষিদ্ধ বই পড়ার মজাই আলাদা; এখনই নামিয়ে পড়া শুরু করে দিন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন