মঙ্গলবার, ৩ জুন, ২০১৪

নিঃসীম নূরানী অন্ধকারে - ৮৫

লিখেছেন কবীর উদ্দীন

৪২১.
ত্যাগেই শান্তি। তাই তো মহামানব গৌতম বুদ্ধ তার স্ত্রী-পুত্রকে ত্যাগ করেছিলেন।

৪২২.
সোলায়মান নবীর নাকি সাড়ে সাত হাজারখানা শস্যক্ষেত্র, মানে বিবি ছিল। আর মহাবদ নবীজির ছিল মাত্র চৌদ্দখানা। তার মানে (৭৫০০-১৪)=৭৪৮৬ খানা কম! মহাবদ নবীজির প্রতি আল্যাপ্যাকের এ কেমন অন্যায় অবিচার?

৪২৩.
দূর্গা আর শিব ছিলেন স্বামী-স্ত্রী। দূর্গা দেবীর হাত ছিল দশখানা। শিব দেবের মাত্র দুইখানা। দূর্গা দেবী তার দশহাত দিয়ে দশদিক থেকে বেশুমারভাবে পিটিয়ে থাবড়িয়ে শিবের অঙ্গ-প্রত্যঙ্গ সব নিশ্চিহ্ন করে দিলেন। বাকি রইল কেবল তার লিঙ্গখানা। শিব তার দুইহাত দিয়ে ঠেকাতে পারলেন না দূর্গার দশহাতকে। হিন্দুরা এ জন্য তাদের আব্বু শিবের লিঙ্গের পূজা করে শুধু।

৪২৪.
নবীর বিবি সওদা বেগম হিসু করতে বসেছে।
তার পাছাখানা উঁকি দিয়ে কে দেখেছে?
- নবীর শ্বশুর, বেহায়া ওমর দেখেছে।

৪২৫.
বাথরুমে গিয়ে দেখি, কমোডের ভেতরে আল্যাপাক হাবুডুবু খাচ্ছেন। এহেন নাপাকতম জায়গায় পাক আল্যাকে দেখে আমি তাজ্জব হয়ে তাকে জিজ্ঞেস করলাম, হে আল্যাপাক, আপনাকে এই নাপাক স্থানে কে নিক্ষেপ করলো? কার এতো সাহস? তিনি হেসে বললেন, "আরে বোকা মেয়ে, আমি তো সর্বব্যাপী।" সর্বব্যাপী আল্যাপাকের জন্য কোথাও প্রাইভেসি পাই না। কী যে করি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন