লিখেছেন ওয়াশিকুর বাবু
আসুন, নাস্তিকদের কটূক্তির বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দেই...
কটূক্তি ৪১:
ইসলামে যা যা বিশ্বাস করতে বলা হয় এবং এর সপক্ষে যেসব প্রমান দেখানো হয়, তার সবই মুহাম্মদের মুখনিঃসৃত। এ ছাড়া আর কোনো প্রমাণ নেই। তাহলে কীভাবে বুঝব, মুহাম্মদ সত্যি বলেছে?
দাঁত ভাঙা জবাব:
চোদ্দশত বছর ধরে শত শত কোটি মুসলিম উম্মাহ নবীজিকে বিশ্বাস করে আসছে। মিথ্যাবাদীর এত মানুষের বিশ্বাস রাখা সম্ভব হত না। এটাই প্রমাণ করে যে মুহাম্মদ(সঃ) সত্য বলেছেন।
কটূক্তি ৪২:
কয়েকশ কোটি মানুষ হাজার বছর ধরে বিশ্বাস করে আসছে যীশু ঈশ্বরের পুত্র, কৃষ্ণ একজন অবতার। বিশ্বাসীদের সংখ্যা দেখেই কি এসবে বিশ্বাস করতে হবে।
দাঁত ভাঙা জবাব:
কয়েকশ কোটি মানুষ বিশ্বাস করলেই যে কিছু সত্য হয়ে যাবে, তার কোনো যুক্তি নেই। বিশ্বাস ছাড়া কি আদৌ কোনো প্রমাণ আছে তাদের বিশ্বাসের সপক্ষে?
[বি.দ্র. কটূক্তির বদলে দাঁত ভাঙা জবাব গুলো আমার নয়। বিভিন্ন সময়ে ভার্চুয়াল মুমিনগণ যে জবাব দিয়েছেন তা কপি করে ছড়িয়ে দিচ্ছি শুধু। আপনারাও সবাই শেয়ার করে নাস্তিকদের অপপ্রচারের বিরুদ্ধে জবাব দিন, ঈমান পোক্ত করুন...]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন