লিখেছেন ওয়াশিকুর বাবু
আসুন, নাস্তিকদের কটূক্তির বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দেই...
কটূক্তি ৩৯:
কোরানের হিংস্র আয়াতগুলো উপস্থাপন করলেই মুমিনরা বলে, এই আয়াতের শানে নুযুল জানতে হবে; বিচ্ছিন্নভাবে একটা আয়াত দিলে হবে না। ওই আয়াতে কী বলা আছে, সেটাই কি এর অর্থ বুঝতে যথেষ্ট নয়?
দাঁত ভাঙা জবাব:
দেখুন, কোরান বোঝা এত সহজ নয়। এই জন্য কোন প্রেক্ষিতে কোন আয়াত নাজিল হয়েছে এবং এর আগে পরে কী আয়াত আছে, তা অবশ্যই জানতে হবে। নাহলে বক্তব্যের ভুল ব্যাখ্যার আশঙ্কা থাকে।
কটূক্তি ৪০:
মুমিনরা কোনো শানে নুযুল বা আগে পরের আয়াত ছাড়াই কোরানের শান্তিপূর্ণ আয়াতগুলো প্রচার করে।
দাঁত ভাঙা জবাব:
আল্লাহ নিজেই বলেছেন, ''আমি কোরান তোমাদের জন্য সহজ করে নাজিল করেছি, যেন তোমরা তা বুঝতে পারো।'' যেখানে সরলভাবেই অর্থ বোঝা যায়, সেখানে শুধু শুধু শানে নুযুল, আগে পরের আয়াত এনে প্যাঁচানোর কী আছে?
[বি.দ্র. কটূক্তির বদলে দাঁত ভাঙা জবাব গুলো আমার নয়। বিভিন্ন সময়ে ভার্চুয়াল মুমিনগণ যে জবাব দিয়েছেন তা কপি করে ছড়িয়ে দিচ্ছি শুধু। আপনারাও সবাই শেয়ার করে নাস্তিকদের অপপ্রচারের বিরুদ্ধে জবাব দিন, ঈমান পোক্ত করুন...]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন