লিখেছেন ওয়াশিকুর বাবু
৪৩.
নারী পুরুষের চ্যাটিং হারাম,
নারী পুরুষের একত্রে পড়ালেখা হারাম,
নারী পুরুষের একত্রে কাজ করা হারাম,
নারী পুরুষের মেলামেশা হারাম...
নেড়ি মোল্লারা প্রতিনিয়তই এসব ফতোয়া দেয়। তবে এরা কখনো বলে না:
বোকো হারাম'রা মেয়েদের অপহরন করেছে, তা হারাম,
পাকিস্তানীরা মুক্তিযুদ্ধে গণধর্ষণ করেছে, তা হারাম,
বাংলাদেশসহ অমুসলিম ও আদিবাসীদের ওপর যে নির্যাতন হয়, তা হারাম...
আসল কথা ঘুরে ফিরে একটাই। নারীদের ওপর অত্যাচার তাদের কাছে কখনোই অপরাধ মনে হয় না। কিন্তু নারীর স্বাধীনতাতেই যত আপত্তি। ধর্ষণ হলে সমস্যা নেই, প্রেম করলেই সমস্যা। যদি অনলাইনেও জোরপূর্বক চ্যাটিংয়ের ব্যবস্থা থাকত, তাহলে এরা ফতোয়া দিত না। কিন্তু নারী-পুরুষ স্বেচ্ছায় চ্যাটিং করে বলেই হারামের ফতোয়া এসেছে।
৪৪.
সবচেয়ে বড় ধর্ম অবমাননা হচ্ছে ধর্ম সম্পর্কে সত্য কথন।
৪৫.
এ দেশে ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে আপনাকে হয় গ্রেপ্তার অথবা কতল করার জন্য আক্রমণ করা হবে।
আর ধর্মের নামে মানুষকে আঘাত করলে আপনি যথেষ্ট নিরাপদে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন।
ইহার নাম গণমোল্লাতন্ত্রী বাংলাদেশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন