বৃহস্পতিবার, ৫ জুন, ২০১৪

পাঁচ ফোড়ন - ১৫

লিখেছেন সাদিয়া সুমি

৭১.
সাহিত্য ও দর্শনের মানদণ্ডে 'ঠাকুরমার ঝুলি' কুরানের চাইতে সহস্র গুণ উন্নত একটি রচনা।

৭২.
আমাদের এই মহাবিশ্বকে যেদিক থেকেই দেখুন না কেন, একই রকম লাগবে দেখতে। এর কারণ বহুমাত্রিক ডাইমেনশন। মহাবিশ্বের যে কোন দু'টি স্থানের সরলরৈখিক দুরত্বের অনেকগুলি মান পাওয়া যাবে। এর কারণও বহুমাত্রিক ডাইমেনশন। মহাবিশ্বের সীমানার বাইরে পদার্থ বা শক্তি এমন একটা অবস্থায় রয়েছে, যা আমাদের সীমাবদ্ধ মস্তিষ্ক কল্পনাও করতে পারে না। এই যে শক্তি, যাকে আমরা কোনোভাবেই বুঝতে পারব না, সেটাই কি মহাবিশ্বকে প্রতিনিয়ত প্রভাবিত করছে? হতেও পারে।

তবে কোরানে যে বলা হয়েছে, সমতল পৃথিবীর ওপর কোনো পিলার ছাড়াই সাত স্তর বিশিষ্ট ছিদ্রবিহীন আসমান অবস্থিত। সেই আসমানের ওপর আরশ অবস্থিত, যা আটজন ফেরেশতা উঁচু করে ধরে রাখেন, যাতে তা পৃথিবীর ওপর পড়ে না যায়। সেই আরশের ওপর আল্লাহর সিংহাসন অবস্থিত। তিনি কুন শব্দ উচ্চারন করলেই সবকিছু তৈরি হয়ে যায়।

এগুলি সম্পূর্ণই মূর্খলোকের স্থুল চিন্তাপ্রসূত হাস্যকর গাঁজাখুরি গপপো। ধর্মের এই ঈশ্বরের সাথে ঐ শক্তির কোনো সম্পর্কই নেই।

আপনারা ধর্মগ্রন্থ না পড়ে বিজ্ঞান পড়ুন। মহাবিশ্বের অনেক চমকপ্রদ তথ্য জানতে পারবেন।

৭৩.
মানুষকে নিয়ে গুঁতোগুঁতি করা ছাড়া ঈশ্বরের আর কোনো কাজ নেই? কোন গ্যালাক্সির কোন প্ল্যানেটে কী হলো না হলো, সেসব ফেলে রেখে কে পেশাব করে কুলুপ করলো না, কে নামাজ পড়তে গিয়ে গ্যাস ছাড়লো - এসব দেখে বেড়ান ঈশ্বর।

৭৪.
সবচেয়ে মূর্খ, দরিদ্র, অসভ্য, উগ্র ও সাম্প্রদায়িক জনগোষ্ঠি হচ্ছে মুসলমান। এদের ধর্মীয় অবতার মোহাম্মদ নিজেও এমনটি ছিলেন। স্বর্গীয় ধর্মগ্রন্থ কোরানও এদের এ ধরনের শিক্ষাই দিয়েছে।

৭৫.
মানুষের মত আল্লাও তোষামোদপ্রিয়। মানুষের মত কথা বলেন। দ্যাখেন। শোনেন। এমনকি সিংহাসনেও বসেন। অদ্ভুত মিল। কিন্তু একটা জিনিস অবাক লাগে আমার। আল্লা ইংরেজি জানেন না। তিনি মরুভুমির অখ্যাত আরবী ভাষায় কথা বলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন