৫৫.
যুদ্ধবাজ নেতা হতে চাও? হিটলারকে অনুসরণ করো;
ধর্ষক হতে চাও? রাজাকারকে অনুসরণ করো;
খুনী শাসক হতে চাও? জিয়াকে অনুসরণ করো;
লম্পট হতে চাও? এরশাদকে অনুসরণ করো;
শিশুকামী হতে চাও? মোল্লা-পাদ্রীকে অনুসরণ করো;
সব একসাথে হতে চাও? নবীকে অনুসরণ করো।
৫৬.
জাহানারা ইমামকে জাহান্নামের ইমাম বলা হয়েছিলো।
লম্পট, ধর্ষক, সন্ত্রাসীদের জান্নাতে হুর না হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্যিক, বিজ্ঞানী, দার্শনিক, মানবতাবাদীদের জাহান্নামের নেতৃত্বেই তাঁকে মানায়।
৫৭.
যারা হজে গিয়ে মারা যায়, তাদের হজ কবুল হয় এবং তারা জান্নাতবাসী হয়। এই বৎসর আল্লাহ ব্যাপকভাবে হজ কবুল করার নিমিত্তে মার্স ভাইরাস পাঠিয়েছেন। যদিও ইহুদি-নাসারারা মাস্কসহ বিভিন্ন প্রতিরোধকের মাধ্যমে আল্লাহর রহমত থেকে হাজীদের বঞ্চিত করার ষড়যন্ত্র করে যাচ্ছে।
মুমিন ভাইয়েরা কাফেরদের ষড়যন্ত্রে বিভ্রান্ত হবেন না। কাতারে কাতারে প্রতিরোধক ছাড়াই হজে যান, সহী প্রাণী উটবাহিত মার্স ভাইরাসে সংক্রমিত হয়ে জান্নাতে গমন করুন। আমাদেরও দেশটাকে জান্নাত বানানোর একটা সুযোগ দিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন