শনিবার, ২৬ জুলাই, ২০১৪

ফাল দিয়া ওঠা কথা - ২২

লিখেছেন ওয়াশিকুর বাবু

৬৪.
কোনো ধর্মই নারীকে কথিত সম্মানটুকুও দেয়নি। তারা সম্মান দিয়েছে মাকে, বোনকে, স্ত্রীকে, কন্যাকে। অর্থাৎ নিজের মানবজীবনের সকল সম্ভাবনাকে বিনষ্ট করে যারা নিজেদেরকে এইসব পরিচয়ে সীমিত রেখেছে, তারাই পেয়েছে সতী নারীর সম্মান! আর যারা মানুষ হতে চেয়েছে, তাদেরকে বেশ্যা উপাধি দিয়েছে ধর্মীয় সমাজ।
৬৫.
নারী ব্যভিচার করলে হয় অসতী।
আর নীরবে সামাজিক ধর্ষণ মেনে নিলে হয় সতী।

৬৬.
ধর্মানুভূতি দিয়ে চাষাবাদ হয় না, উৎপাদন হয় না, শিক্ষা হয় না, গবেষণা হয় না, শিল্প-সাহিত্য হয় না।
তবে ধর্মানুভূতি দিয়ে সাম্প্রদায়িকতা হয়, দাঙ্গা হয়, লুটপাট হয়, ধর্ষণ হয়, নোংরা রাজনীতি হয়।

হয় ধর্মানুভূতি ধ্বংস করুন, মানুষ বাঁচান;
নয় ধর্মানুভূতি জিইয়ে রাখুন, মৌলবাদ বাঁচান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন