রবিবার, ২৭ জুলাই, ২০১৪

নবীর আদর্শ

লিখেছেন আবু জাহেল (version 2)

অনেক দিন আগে একবার কোন একটা অনলাইন পত্রিকায় দেখতে পেয়েছিলাম, একটা হিন্দু ছেলে তার দুঃসম্পর্কের ভাতিজীকে (কাজিনের মেয়ে) বিয়ে করেছে, এ নিয়ে তাকে প্রচুর অপমানের স্বীকার হতে হয়েছে। খুব সম্ভবত, তাদের জুতার মালা পরিয়েও ঘোরানো হয়েছিল!

কতিপয় মুমিন সেই খবরের নিচে কমেন্ট করেছিল, "মালুর বাচ্চাগো ধর্ম নাই, লাইট নিভাইলে মা, পিসি, বউ সব তাদের কাছে সমান" ইত্যাদি, ইত্যাদি। 

আহা, তারা যদি জানতো, আসলে তারা পবিত্র রাসূলুল্লাহর আদর্শকে অনুসরণ করেছিল। রাসুল তার নিজ কন্যা ফাতিমাকে তার নিজ চাচাতো ভাই আলীর কাছে বিয়ে দিয়েছিলেন। নবীর এই আদর্শকে মানার পরেও কেন ৯০ ভাগ মুসলমানদের এই দেশে তাদের এই করুণ পরিণতি?

নবীর আদর্শ মানতে পারছে না দেখেই মুসলমানদের আজ এই করুণ অবস্থা! আল্লাহ আমাদের নবীর আদর্শ মেনে চলার তৌফিক দান করুক!

চলুন, সকলেই বলি, "আমিন।"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন