বুধবার, ২৩ জুলাই, ২০১৪

একই বৃক্ষে দুই চিড়িয়া

লিখেছেন জুপিটার জয়প্রকাশ
ওরা একই বৃক্ষে দুই চিড়িয়া
হিন্দু মুসলমান।
না বুঝে কেউ মন্তর গায়,
কেউ বা গায় আযান।

কেউ ডাকে ম্য্যাআআ, কেউ হাম্বা
লেজও তাদের সমান লম্বা
একটি যদি বাঁদর সাজে
অন্যে হনুমান।

ওরা ঘোড়ার ডিমকে আল্লা ডাকে,
কিম্বা ভগবান।
ওরা এই দুনিয়ার দুইটি বেকুব
হিন্দু মুসলমান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন