কার্টুনটি চার বছর আগের।
মারাদোনা হাত দিয়ে গোল করেছিলেন ১৯৮৬ সালে, সে তো সকলেই জানে।
২০১০ সালের বিশ্বকাপ কোয়ালিফায়ারের প্লে-অফ ম্যাচের অতিরিক্ত সময়ে ফ্রান্সের অঁরি দু'বার হাত ব্যবহার করে বলকে নিয়ন্ত্রণে নিয়ে যে-ক্রসটি করেছিলেন, সেটা থেকে বিজয়সূচক গোল হলে প্রতিপক্ষ আয়ারল্যান্ড ছিটকে পড়ে বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ থেকে।
২০১০ সালের বিশ্বকাপে উরুগুয়ের দাঁতবাজ ফুটবলার সুয়ারেজ খেলার সময় সফলভাবে হাত ব্যবহার করেছিলেন। কোয়ার্টার ফাইনালে ঘানার মুখোমুখি হয়েছিল উরুগুয়ে। অতিরিক্ত সময়ের শেষ মিনিটেও খেলা অমিমাংসিত ছিলো ১-১ গোলে। সেই সময়ে ঘানার একটি নিশ্চিত গোলের বল সুয়ারেজ হাত দিয়ে ঠেকিয়ে দিয়ে লাল কার্ড পেয়েছিলেন। প্রাপ্ত সেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয় ঘানা। ট্রাইব্রেকারে ঘানাকে হারিয়ে দেয় উরুগুয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন