শুক্রবার, ২৫ জুলাই, ২০১৪

চিত্রপঞ্চক - ৭৯

সমাজতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ রাশিয়ায় এখন অর্থোডক্স খ্রিষ্টধর্ম একটি অত্যন্ত শক্তিধর প্রতিষ্ঠান। কাগজে-কলমে রাশিয়া ধর্মনিরপেক্ষ দেশ হলেও রাষ্ট্র ও রাষ্ট্রনায়ক পুতিনের প্রত্যক্ষ সমর্থনপুষ্ট এই ধর্মের দাপট সমাজ-জীবনের প্রায় সর্বত্র এখন প্রবল। 

রাশিয়াপ্রবাসী মোকাম্মেল ধর্মকবলিত রাশিয়ার বেশকিছু ছবি পাঠিয়েছেন। আজ প্রকাশিত হচ্ছে অষ্টম পর্ব। প্রথম পর্বদ্বিতীয় পর্বতৃতীয় পর্বচতুর্থ পর্বপঞ্চম পর্বষষ্ঠ পর্ব, সপ্তম পর্ব দেখুন।

আধুনিক রাশিয়ায় বন্যা নিয়ন্ত্রণ করা হচ্ছে ধর্মীয় পদ্ধতিতে: পবিত্র পানি ছিটিয়ে

লাল চত্বরে (রেড স্কয়্যার - খুব সম্ভব, কমিউনিজমের লাল রঙের সম্মানে রাখা নাম) পোপ সমাবেশ। পোশাকে লাল রঙের আধিক্যও কি কমিউনিজমের সম্মানে?

ইয়াকুৎস্ক সরকারী অর্থনীতি ও আইন বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠান

কাস্তে-হাতুড়ি ছুঁড়ে ফেলে রাশিয়া এখন হাতে তুলে নিয়েছে ক্রুশ আর ধর্মীয় আইকন

পুতিন-পোপ প্রেমের শিকার রাশিয়া

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন