অনুবাদ: Elijah Neo
পর্ব ১
হিন্দ ইবনে আবি হালা বর্ণনা করিয়াছেন:
মহানবীর... মাথা বেশ বড় ছিল। তার চুল কোঁকড়ানো ছিল। তার গায়ের রং গোলাপী, চওড়া কপাল এবং ধনুকের মতো বাঁকানো ভ্রু ছিল, যা মাঝখানে মেলেনি। দুই ভ্রুর মাঝের ফাঁকা স্হানে একটি শিরা দেখা যেত, তিনি রাগ করলে এটা মোটা হয়ে উঠত। তাঁর নাক ছিল বাঁকানো, যা প্রথম দর্শনে অনেক বেশি উঁচু মনে হতো। তাঁর ঘন দাড়ি ছিল। চিবুক চওড়া ছিল, তবে উচু ছিল না।, তাঁর শক্তিশালী চোয়াল ছিল, সামনের দু’দাঁতের মাঝে ফাঁকা ছিল। তাঁর ঘাড় ছিল মসৃণ, উজ্জ্বল, যেন মনে হতো কোনো রৌপ্য আচ্ছাদিত মূর্তির ঘাড়। তাঁর শরীরের অবয়ব ভালো ছিল, মোটা এবং পেশীবহুল, আর পেট ও বুক ছিল সমান সমান। তাঁর কাঁধ প্রশস্ত ছিল। তাঁর হাতের বাহুগুলো ছিল লম্বা, তালু ছিল চওড়া, হাত-পায়ের আঙুলগুলো ছিল মোটাসোটা আকারে ছড়ানো। তাঁর পায়ের তালু ফোলা ছিল। তাঁর পা এতোই মসৃণ ছিল যে, তার উপর দিয়ে পানি সহজেই গড়িয়ে যেত।
মুহাম্মদের ভাই সম্পর্কের ইবনে আব্বাস বলিয়াছেন:
মুহাম্মদের সামনের দুই দাঁতের মাঝখানে ফাঁকা ছিল।
বোখারীর ২:২১:২৩০ হাদিসে বলা হইয়াছে যে, মুহাম্মদের হাত-পাগুলো অস্বাভাবিক রকমের ফোলা (মোটা) ছিল।
এরূপ বিবিধ হাদিস হইতে মুহাম্মদের দৈহিক বৈশিষ্ট্য সম্বন্ধে নিম্বলিখিত তথ্যাদি পাওয়া যায়:
• মাংসবহুল, ভারী, মোটাসোটা হাত-পা
• চওড়া প্রশস্ত তালু
• বড় মাথা
• লম্বা হাড়
• চওড়া বুক, কাধের নিচে পিঠের দিকটা উঁচু
• হাতের লম্বা বাহু
• হাত-পায়ের আঙুল লম্বা, মোটা
• বড় বড় চোখ
• দু’দাতের মাঝে ফাঁকা
• রৌপ্যময় ঘাড়
• উজ্জ্বল (তৈলাক্ত) ত্বক
• ঘন দাড়ি, পুরু ভ্রু
• সম্মুখে ঝুঁকিয়া হাটা, যাহাতে মনে হইত যেন ঢালু ধরিয়া নামিতেছেন
• দ্রুত হাঁটিতেন
• ঘাড় ঘুরাইতে অসুবিধা, ফলে সম্পূর্ন শরীর ঘুরাইয়া পাশ ফিরিতেন
• শাদা ত্বকে রক্তিম আভা
• অত্যধিক ঘাম
• শরীরের বিশ্রী গন্ধ, যাহা তিনি পারফিউম ব্যবহার করিয়া লুকাইতেন
• সর্বদা মাথা যন্ত্রণা (ব্যথা)
• শেষ বয়সের দিকে “অক্ষম” (impotent) ছিলেন
• অহেতুক ঠোঁট নড়িত
• লাজুক প্রকৃতির ছিলেন
এই সকলই acromegaly রোগের লক্ষণ!...
(চলিবে)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন