মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০১৪

কাসুন্দিমন্থন - ৩২

১. আল্লাহর অস্তিত্বের প্রমাণ – ০৫

প্রমাণ ২১.
আল্লাহ তোমাকে ভালোবাসেন, অথচ তুমি তাঁকে বিশ্বাস করো না তুমি হৃদয়হীন বলে। অতএব দেখতেই পাচ্ছো, আল্লাহর অস্তিত্ব আছে।

প্রমাণ ২২.
ওই দ্যাখো, মসজিদের মেঝেয় বসে কয়েকজন মুসল্লি অবিরাম জিকির করতে করতে মুখে ফেনা তুলে ফেলেছে। আল্লাহ না থাকলে ওভাবে কেউ জিকির করতে পারতো? এর থেকেই প্রমাণিত হয়, আল্লাহর অস্তিত্ব আছে।

প্রমাণ ২৩.
তোমার মতো নাস্তিকেরা কীভাবে দোজখের আগুনে পুড়বে, তা আল্লাহ আমাকে দেখতে দেবে ভেবেই আমার আনন্দ হচ্ছে। আল্লাহ না থাকলে এই আনন্দ আমার হতো? সুতরাং স্পষ্ট প্রতীয়মান যে, আল্লাহর অস্তিত্ব আছে।

প্রমাণ ২৪.
আল্লাহ সর্বত্র বিরাজমান। তুমি কি সর্বত্র ঘুরে দেখেছো যে, আল্লাহ নেই? তাই তোমাকে স্বীকার করতেই হবে, আল্লাহর অস্তিত্ব আছে।

প্রমাণ ২৫.
কোরান সত্য। এর অর্থ - কোরানে উল্লেখিত সবকিছুই প্রকৃত ঐতিহাসিক ঘটনা। আর কোরানে তো আল্লাহর অস্তিত্বের কথা বলা আছেই। অর্থাৎ আল্লাহর অস্তিত্ব আছে।

(বিদেশী রচনার ছায়া অবলম্বনে)

প্রথম প্রকাশ: ০৮.০৫. ২০১০

২. সৃষ্টিবাদের গুষ্টি বাদ

সৃষ্টিবাদ (creationism) বিষয়ে রিচার্ড ডকিন্সের স্পষ্ট, সুনির্দিষ্ট এই বক্তব্যের শেষে তিনি যুক্তি গ্রহণে অনিচ্ছুক মস্তিষ্ককে তিনি বলেছিলেন a disgrace to the human species.


ভিডিও লিংক: http://youtu.be/bDkmY-97B6I

প্রথম প্রকাশ: ১০.০৫. ২০১০


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন