লিখেছেন দাঁড়িপাল্লা
কেস নাম্বার ওয়ান
- মুসলমান ভালা কাম করলে আপ্নে কার গুণ গান?
- মুসলমানের।
- জ্বী, আপনেও খুব ভালা!
- হিন্দু ভালা কাম করলে আপ্নে কার গুণ গান?
- হিন্দুর।
- আপনে দারুন লোক মাইরি!
- ধার্মিক ভালা কাম করলে আপ্নে কার গুণ গান?
- ধার্মিকের।
- আপনে খুব সুইট!
-আস্তিক ভালা কাম করলে আপ্নে কার গুণ গান?
- আস্তিকের।
- আপনের মত লোক হয় না!
- সম্প্রদায়ভুক্ত ভালা কাম করলে আপ্নে কার গুণ গান?
- সম্প্রদায়ের।
- আপনে তো দেখি খুব অসাম্প্রদায়িক মেন্টালিটির!
কেস নাম্বার টু
- মুসলমান আকাম করলে আপ্নে কার দোষ দেন?
- মুসলমানের।
- আপনে মুসলিমবিদ্বেষী!
- মুসলমান আকাম করলে আপ্নে কার দোষ দেন?
- ইসলামের।
- আপনে ইসলামবিদ্বেষী!
- হিন্দু আকাম করলে আপ্নে কার দোষ দেন?
- হিন্দুর।
- আপনে হিন্দুবিদ্বেষী!
-হিন্দু আকাম করলে আপ্নে কার দোষ দেন?
--হিন্দুধর্মর।
-আপনে হিন্দুধর্ম বিদ্বেষী!
- ধার্মিক আকাম করলে আপ্নে কার দোষ দেন?
- ধার্মিকের।
- আপনে ধর্মবিদ্বেষী!
- আস্তিক আকাম করলে আপ্নে কার দোষ দেন?
- আস্তিকের।
- আপনে আস্তিকবিদ্বেষী!
- সম্প্রদায়ভুক্ত কেউ আকাম করলে আপ্নে কার দোষ দেন?
- সম্প্রদায়ের।
- আপনে সাম্প্রদায়িক!
=============
মানুষ ভালা কাম করবে, এইটাই তো মানুষের ধর্ম। তবু ভালা কামের ক্রেডিট নিতে ঝাঁপাইয়া পড়বেন, আর খ্রাপ কামের বেলায় শয়তান ভর করছিল... আর কতকাল এই বালছাল শুনাইবেন?
পাল্লা নিজেরে একটা দোষ-গুণসম্পন্ন সাধারণ মানুষ হিসাবে পরিচয় দেয়। মানুষই পাল্লার ধর্ম, মানুষই পাল্লার দর্শন। পাল্লার আর কোনো ধর্ম নাই, আর কোনো দর্শন নাই, পাল্লার কোনো নবী নাই, পাল্লা কাউরে অনুসরণ করে না। পাল্লার বুদ্ধি-বিবেচনায় নিজের সব কর্মের ফল পাল্লা নিজে ভোগ করে। তার সব কুকর্মের ফলও সে নিজে ভোগ করে। ভুল বা অপরাধ করলে সে দায়ভারও একান্তই তার। এজন্য দ্বিতীয় কোনো ব্যক্তি বা সত্ত্বা দায়ী নয়।
এই দুনিয়ায় আমি ছাড়া আমার আর কেউ নেই! তাই -
- মানুষ ভালা কাম করলে পাল্লা কার গুণ গায়?
- মানুষের।
- মানুষ আকাম করলে পাল্লা কারে দোষ দেয়?
- মানুষের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন