লিখেছেন শ্মশান বাসী
আসুন, আজ ইসলামের কিছু সংস্কার নিয়ে কথা বলি।
১.
আজ এক হুজুরের কাছে জানতে চাইলাম, আচ্ছা, ফজরের আযানের সময় শুনি রাস্তার কুকুরগুলোও সাথে সাথে ডেকে ওঠে, তার কারণ কী?
হুজুর বলে, কুকুর হলো ইবলিশ শয়তানের চাচাত ভাই। যখন আযান হয়, তখন নাকি শয়তানের শরীরে আগুন লেগে যায়, তাই কুকুর আর শয়তান একসাথে চিৎকার করে।
আমি বলি, তা আরো চারবার তো আযান হয়, তখন কি শয়তানের শরীরে আগুন লাগে না? তখন তো চিৎকার করে না, তার কারণ কী।
হুজুর বলে, শয়তান রাতের বেলায় মুক্ত থাকে, আর তখনই কুকুর আর শয়তানের মেলামেশা হয় বেশি।
২.
কোথাও বজ্রপাত হলে "লা ইলাহা ইল্লাল্লাহ" বলতে হয়। কারণ আল্লাহ নাকি বজ্রপাত শয়তানের ওপর নিক্ষেপ করে। ওপরোক্ত সুরা না বললে শয়তান নাকি মানুষের শরীরে বা গাছের সাথে মিশে যায়। তখনই নাকি বজ্রপাত কোনো মানুষ বা গাছের ওপর পড়ে। সুরা বললে শয়তান শরীরের সাথে মিশতে পারে না, ফলে বজ্রপাতের ভয়ও থাকে না।
এগুলোকে কি সংস্কার বলবো, না কুসংস্কার বলবো, বুঝতেছি না। বিজ্ঞানমনস্ক কারো কাছে এর বৈজ্ঞানিক ব্যাখা বা বিজ্ঞানের সাথে এর সম্পর্ক জানতে চাইলে সে ঘুরাইয়া একটা থাপ্পড় মারা ছাড়া আর কী করবো?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন