লিখেছেন কবীর উদ্দীন
৪৯৬.
নবীজির মাতা আমিনা, নবীজির খালা খাদিজা, নবীজির ভাবী ফাতিমা, নবীজির নাতনী আয়েশা, নবীজির ভাতিজা হাসান-হুসাইন, নবীজির ভাতিজি হাফসা। ইয়া নবী ছালামালাইকা।
৪৯৭.
মনু হিন্দুদেরকে ভারতবর্ষ হতে সমুদ্র পার হয়ে বাইরে যেতে নিষেধ করেছিল। যাতে তারা নতুন নতুন জ্ঞান শিক্ষা অর্জন করতে না পারে। সে চেয়েছিল, হিন্দুরা তার মতো অজ্ঞান মূর্খ কুয়োর ব্যাঙ হিসেবে মরে যাক।
৪৯৮.
কাককে ভয় দেখানর জন্য গৃহস্থ হাঁড়ি বিচিত্র করে শস্যক্ষেত্রে খাড়া করিয়ে রাখে। ধর্মও সেইরকম বিচিত্র বিভীষিকা। যে তার জড়ত্ব ও অসাড়তা জানে সে তাকে ঘৃণা করে, যে বিবেকবর্জিত ভীতু ও লোভী সে-ই কেবল তাকে ভয় করে।
৪৯৯.
সকল মানুষ মুখ দিয়ে খায়। হিন্দুদের এক আব্বু শিব যৌনাঙ্গ দিয়ে খায়।
৫০০.
স্কুল পালালেই রবীন্দ্র নজরুল হওয়া যায় না। তার জন্য লাগে বিরল প্রতিভা, মেধা, শিল্পবোধ ইত্যাদি। তেমনি চাকর ও রাখাল হলেই নবী রসুল হওয়া যায় না। তার জন্য হতে হয় অত্যন্ত ধূর্ত,পিশাচ, মিথ্যক, ভণ্ড, ধর্ষক, খুনি, প্রতারক, লোভী, লম্পট ইত্যাদি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন