লিখেছেন ওয়াশিকুর বাবু
- ধর্মে তো অনেক ভালো ভালো কথা বলা হয়েছে। তাহলে ধর্মের বিরোধিতা করা মানে কি ভালো বক্তব্যগুলোর বিরোধিতাও না?
- ধর্মে যেমন ভালো বক্তব্য আছে, তেমন চরম অনৈতিক বক্তব্যও আছে। আর ধর্মে যাচাই-বাছাই করার সুযোগ নেই। ভালো-মন্দ সব কিছুই মানতে হবে। এই অন্ধ আনুগত্যের জন্যই ধর্মের বিরোধিতা করা।
- ধর্মের অনৈতিক বক্তব্যগুলো কিছু ধর্মব্যবসায়ীর মনগড়া বক্তব্য। তার জন্য তো ধর্ম দায়ী নয়।
- ধর্ম বিষয়টাই আসলে ধর্মব্যবসায়ীদের সৃষ্টি। পুরোটাই এদের মনগড়া বক্তব্য। আপনি শুধু পয়গম্বরের ক্ষেত্রে সেটা মানছেন না। কিন্তু পরবর্তীতে যারা ধর্ম বর্ধন করেছে, তাদেরটা ঠিকই মেনে নিচ্ছেন।
- পয়গম্বর যা বলেছেন, তা-ই মূলত স্রষ্টা-মনোনীত ধর্ম। তাতে খারাপ কিছু নেই। খারাপ যা কিছু আছে, সব ধর্মব্যবসায়ীদের সংযোজন। তাই আমাদের ভালোগুলো বাছাই করে গ্রহণ করতে হবে এবং খারাপগুলো বর্জন করতে হবে।
- মানুষ কীভাবে বুঝবে কোনটা ভালো, কোনটা মন্দ?
- কেন নিজের বিবেক, বুদ্ধি, জ্ঞান দিয়ে?
- যদি নিজের বিবেক, বুদ্ধি, জ্ঞান দিয়ে ভালো-মন্দ বোঝা সম্ভব হয়, তাহলে ধর্মের আর প্রয়োজন কী?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন