বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০১৪

ধর্ম যায় ধর্ম আসে

লিখেছেন Elijah Neo

আদি মিশরীয়দের মাত্রাতিরিক্ত নির্যাতন, গোঁড়ামি আর বাড়াবাড়িতে অতিষ্ঠ হয়েই ইসরায়েলীরা ইহুদি ধর্ম লিখতে বসে। এমন ভাবার কারণ আছে, কেননা, তাদের ধর্মে নির্যাতিত নিপীড়িত এই জাতিকে আল্লাহ (ইয়াহউয়ে) শ্রেষ্ঠ জাতি হিসেবে নিজের প্রিয়ভাজন হিসেবে গ্রহণ করেছিলেন। ক্ষমতাধর মিশরীয়রা এর পর বিদায় নিয়েছে পৃথিবী থেকে। ঠাঁই নিয়েছে ইতিহাসের পাতায়।

আদি ইহুদিদের মাত্রাতিরিক্ত নির্যাতন, গোঁড়ামি আর বাড়াবাড়িতে অতিষ্ঠ হয়েই গ্রীক রোমানরা খ্রিষ্টান ধর্ম লিখতে বসে। এমন ভাবার কারণ আছে, কেননা, তাদের ধর্মে নির্যাতিত নিপীড়িত এই জাতিকে আল্লাহ (গড) তার নিজের প্রিয়ভাজন সন্তান হিসেবে গ্রহণ করেছিলেন। ক্ষমতাধর ইহুদিরা এর পর বিদায় নিয়েছে পৃথিবী থেকে। ঠাঁই নিয়েছে ইতিহাসের পাতায়।

আদি খ্রিষ্টানদের মাত্রাতিরিক্ত নির্যাতন, গোঁড়ামি আর বাড়াবাড়িতে অতিষ্ট হয়েই আরবীয়রা ইসলাম ধর্ম লিখতে  বসে। এমন ভাবার কারণ আছে, কেননা, তাদের ধর্মে নির্যাতিত নিপীড়িত এই জাতিকে আল্লাহ তার নিজের প্রিয়ভাজন জাতি হিসেবে গ্রহন করেছিলেন। ক্ষমতাধর খ্রিষ্টানরা এর পর বিদায় নিয়েছে পৃথিবী থেকে। ঠাঁই নিয়েছে ইতিহাসের পাতায়।

বর্তমান মুসলমান, খ্রিষ্টান, ইহুদি আর অন্যান্য ধর্মালম্বীদের মাত্রাতিরিক্ত নির্যাতন, গোঁড়ামি আর বাড়াবাড়িতে অতিষ্ঠ হয়েই মানুষ নাস্তিক হতে শুরু করেছে।

ক্ষমতাধর মুসলমাদেরও সময় এসেছে পৃথিবী থেকে বিদায় নেবার। ইসলাম ঠাঁই নেবে ইতিহাসের পাতায় - পৃথিবীর বুকে নিকৃষ্টতম ধর্ম হিসেবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন