বুধবার, ২০ আগস্ট, ২০১৪

আল্লাহর আইন চাই

লিখেছেন Elijah Neo

'আল্লাহর আইন চাই' - এটা যুদ্ধাপরাধী জামা'ত-শিবিরের রাজনৈতিক স্লোগান।

তাহলে আল্লাহর আইনে জামা'তের বিচার কেমন হতো, আসুন, দেখি। মুহাম্মদ (সাঃ) তার নবী জীবনে অনেক যুদ্ধ করেছেন। যেসব যুদ্ধ তিনি জিততেন, সে সব যুদ্ধে অপর পক্ষের যোদ্ধাদের, তাদের পরিবার পরিজনদের বন্দী করা হতো। এরাই হতো যুদ্ধাপরাধী।

এসব যুদ্ধাপরাধীদেরকে প্রকাশ্যে শিরশ্ছেদ করা হতো। অনেকের ছিন্ন মস্তক এনে নবীর পায়ের কাছে নিবেদন করা হতো। এদের পরিবার-পরিজনদের মধ্যে নারী ও শিশুকে বিক্রি করে দেয়া হতো। যুবতী নারীদের ধর্ষণ করা হতো (কখনও সখনও "খণ্ডকালীন বিয়ে" নাম দেয়া হতো, যার মেয়াদ হতো কয়েক ঘন্টা থেকে কয়েক মাস); এদের মালামাল ক্রোক করা হতো। এমনকি এদের বাড়িঘরে আল্লাহর নামে ডাকাতি করার পর আগুন লাগিয়ে দেয়া হতো।

এই হলো আল্লাহর আইন।

অতএব আল্লাহর আইন চাই!

হ্যাঁ, অন্তত একবার হলেও আল্লাহর আইন চাই। সে আইনে বিচার করা হবে জামা'তিসহ অন্যান্য যুদ্ধাপরাধীদের।

বাঙালী একবার হলেও বুঝুক, আল্লাহর আইন কত জঘন্য, কত অমানুষিক, কত নির্মম, কত বর্বর।

একবারই যথেষ্ট হবে।

বাঙালী আর কোনোদিন আল্লাহর আইন চাইবে না।

ইনশাআল্লাহ!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন