শুক্রবার, ২২ আগস্ট, ২০১৪

চিন্তা-প্রতিচিন্তা - ০৯

লিখেছেন বুদ্ধ মোহাম্মদ যীশু কৃষ্ণ

২৫.
নবীজির কন্যা ফাতিমা মুমিনদের মা, নবীজির বিবি আয়শাও মুমিনদের মা, আবার নবীজির মা আমিনাও মুমিনদের মা।

তাইলে কী খাড়াইলো: নবীজির বউয়েরা মুমিনদের মা, আবার নবীজির মা-ও মুমিনদের মা? কেমনে রে, মুমিন?

২৬.
এই দেশের ৯৮ শতাংশ মানুষ নাকি আস্তিক/ধার্মিক, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, সেই ৯৮ শতাংশ আস্তিক/ধার্মিকের দেশেই চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, লুটপাট, দুর্নীতি সবচেয়ে বেশি হচ্ছে। এবং এই অপকর্মগুলো করছে সেই আস্তিক/ধার্মিকেরাই।

এবার বুঝুন আস্তিক/ধার্মিকেরা কী চিজ! এরা আর এদের ধর্ম যেখানে থাকে, সেখানে কখনো সভ্যতা জন্মাতে পারে না।

২৭.
নূহের আমলে যে আল্লাহ গুটিকয়েক মানুষের যন্ত্রণা সহ্য করতে না পাইরা তাগোরে ধ্বংস করতে মরিয়া হয়ে উঠছিল, এই যুগের ৭০০ কোটি মানুষের যন্ত্রণা সে ক্যামনে সহ্য করতাছে ?

আচ্ছা, আল্লাহ কি মইরা গেছে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন