শনিবার, ৯ আগস্ট, ২০১৪

চিন্তা-প্রতিচিন্তা - ০৬

লিখেছেন বুদ্ধ মোহাম্মদ যীশু কৃষ্ণ

১৫.
মোহাম্মাদ অর্থাৎ আল্লাহ কুরানে যতবার তার নিজের প্রশংসায় নিজে মশগুল হয়েছিলেন, ঠিক ততবার যদি তিনি বলতেন, "পৃথিবীর সকল মানুষ তোমাদের আপন, সবাইকে নিজের মত করে ভালোবাসো - বেধর্মি বা কাফের যে-ই হোক, সেই আমার সৃষ্টি। অতএব তোমরা তাদের আপন মনে করো।", তাহলে আজ আমার ইসলামবিদ্বেষী হওয়ার প্রয়োজন ছিলো না।

১৬.
ধর্মের রাস্তা সেখানেই শেষ হয়,
যেখান থেকে যুক্তির পথ শুরু।

১৭. 
আমাদের এলাকার মসজিদের ইমাম ওরফে মুফতি হুজুরের মাসিক ইনকাম দেড় লাখ টাকারও বেশি।
তার কাজ শুধু মাসে ছয় সাত-দিন ওয়াজ মাহফিলে যেয়ে মানুষদের হুর পরীগো কিচ্ছা শোনানো।

আর আমার বাপ সরকারি চাকরি করে। সারা মাস খাইট্যা তার মাসিক ইনকাম ৩০ হাজার।

আমারই তো ধর্ম ব্যবসায়ী হইতে মন চায় রে, মুমিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন