লিখেছেন ওয়াশিকুর বাবু
৭৬.
কতটা খারাপ হলে কেউ নাস্তিক হয়?
যতটা খারাপ হলে কেউ বর্ণবৈষম্য, লিঙ্গবৈষম্য, শ্রেণীবৈষম্য অস্বীকার করে।
৭৭.
মুসলিমরা কখনোই গণতন্ত্রপ্রেমী নয়। সারা বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশগুলোতেই গণতন্ত্র নেই। যে কয়েকটিতে আছে, তাও নড়বড়ে। বাঙালি ছাগু এবং ছাগমুসলিমরাও গণতন্ত্র পছন্দ করে না। এদের পছন্দের নেতা সাদ্দাম, গাদ্দাফি, মাহাথির মুহাম্মদের মতো একনায়কগণ। এরা সবসময় বাংলাদেশে এরকম একজন একনায়কের শাসন কামনা করে।
তবে বঙ্গবন্ধুর প্রসঙ্গে এরা তাৎক্ষণিক পল্টি দিয়ে গণতন্ত্রকামী হয়ে যায়; গণতন্ত্রের জন্য এদের চোখে কুমিরের অশ্রু ঝরে; ১৫ অগাস্টের হত্যাকাণ্ডকে এরা একনায়কের হাত থেকে গণতন্ত্রের মুক্তি বলে দাবি করে।
৭৮.
ইসলাম ধর্মে সঙ্গীত হারাম, নৃত্য হারাম, চিত্রকলা হারাম। সিংহভাগ মুসলিমই এসব থেকে দূরে থাকে।
তবে পর্ণো, চটি এসব হারাম হলেও এসবে আসক্তিতে মুসলিমরাই শীর্ষে।
মানুষকে শিল্প, সংস্কৃতি, সাহিত্য থেকে দূরে সরিয়ে রাখলে তাদের রুচি অশ্লীলতার দিকেই ধাবিত হয়। আল্লাহ, জাহান্নাম, হারাম কোনো কিছুর দোহাই দিয়ে সরানো যায় না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন