আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

বুধবার, ১৩ আগস্ট, ২০১৪

ফাল দিয়া ওঠা কথা - ২৫

লিখেছেন ওয়াশিকুর বাবু

৭৩.
যখন আদিবাসীদের অধিকারের দাবি ওঠে, তখন তোমরা বাঙালি সাজো;
যখন নাস্তিকহত্যার বিচারের দাবি ওঠে, তখন তোমরা ধার্মিক সাজো;
যখন সাম্প্রদায়িকতার বিচারের দাবি ওঠে, তখন তোমরা মুসলিম সাজো;
যখন শিয়া-কাদিয়ানিহত্যার বিচারের দাবি ওঠে, তখন তোমরা সুন্নী সাজো;
যখন যুদ্ধাপরাধীদের বিচারের দাবি ওঠে, তখন তোমরা মানবতাবাদী সাজো'
যখন নারীদের অধিকারের দাবি ওঠে, তখন তোমরা পুরুষ সাজো...

গিরগিটির মতো রং পাল্টাতে পাল্টাতে তোমাদের নিজস্ব রং নেই, মুখোশ পরতে পরতে তোমাদের নিজস্ব কোনো চেহারা নেই, বিভিন্ন নাম ধারণ করতে গিয়ে মানুষ নামটিই মুছে গেছে।

৭৪.
'ইহুদী-নাসারারা ষড়যন্ত্র করে মুসলিমদের ইসলামের ছায়াতল থেকে সরিয়ে দিচ্ছে; ইসলাম আজ বিপন্ন।'

'ইহুদী-নাসারারা ক্রমশ ইসলামের ছায়াতলে আসছে, ইসলাম সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম।'

মুমিনদের পক্ষেই সম্ভব এমন পরস্পরবিরোধী বেসম্ভব দাবি করা।

৭৫. 
ধর্মের তথাকথিত ভালো বাণীগুলোর কোনো বাস্তব উপযোগিতা নেই। 'শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরী দাও' - এই বাণী ওয়াজ-মাহফিলে বয়ান করলে ধর্মব্যবসা ভালো জমে। কিন্তু শ্রমিকদের প্রয়োজনে মোল্লারা হাদীসের বাণী আওড়ায় না। দেলোয়ারের বিরুদ্ধে কোনো ফতোয়া জারি করে না শফি গং। শ্রমিকদের বিপদে এদের গলায় জোর থাকে না।

তবে ধর্মের নামে ভিক্ষা চাওয়ার বেলায় মোল্লাদের গলায় প্রচণ্ড জোর। জোর গলায় শ্রমিকদের কাছেও ভিক্ষা চাইতে কোনো লজ্জাবোধ করে না এরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন