লিখেছেন Mosammot Rinee Khatun
৩৭.
আল্লাহু আকবর বলে পাশবিক পন্থায় পশু কুরবানির মুল উদ্দেশ্য হলো নিজের পশুত্বকে কুরবানি দেয়া। সুন্দর!
তাহলে আল্লাহু আকবর বলে ইসলামিক পন্থায় মানুষ কুরবানির মুল উদ্দেশ্য নিজের মনুষ্যত্ব কুরবানি?
অর্থাৎ মানুষ মনুষ্যত্ব কুরবানি দিলে হয় সহিহ মুসলমান।
৩৮.
বাঙ্গালি মছলমান শস্যক্ষেত্র বলতে এখনো ধানখেতে, পাটখেত বুঝে। কী অনাচার! আল্লাহ এদেরকে এমন হিদায়েত দান কর যাতে শস্যক্ষেত্র বলার সঙ্গে সঙ্গে এরা তোমার কুদরতের সৃষ্টি আওরৎকে বুঝতে পারে। আমিন!
৩৯.
ঐ ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, তাঁদের প্রতি তাকাবেন না, তাঁদেরকে পবিত্র করবেন না এবং তাঁদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি হবে।” আবূ যার (রাঃ) বলেন, ‘সে কে ? হে আল্লাহ্র রাসুল! তারা ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হোক।’ তিনি বলেলেন, “গাঁটের নিচে যে কাপড় ঝুলায়।
(মুসলিম ১০৬ নং ও আসহাবুস সুনান)
দেখলেন, আল্লার কেমুন রাগ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন