বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৪

কুরআন একটা ১৮+ বই

লিখেছেন নাঈমূল ইসলাম সজীব

কুরআন একটা ১৮+ বই। আর ১৮+ বই ১৮ বছরের কম বয়সীদের পড়া নিষেধ। আপনাদের মধ্যে অনেক মুমিন আছেন, যাদের ছোট ছোট ছেলে-মেয়েকে কুরআন শিক্ষা দিয়ে থাকেন। যদি এই শিশুরা তাদের পিতা-মাতাকে নিচের আয়াতগুলো বুঝিয়ে দিতে বলে বা প্রশ্ন করে, তারা কীভাবে বোঝাবেন, আমি জানি না। এই আয়াতগুলো কমবয়সী কোনো শিশুকে নিশ্চয় বুঝানো উচিত নয়।

সুতরাং আমি বলব, আপনার ছোট ছোট বাচ্চাদের কুরআন পড়তে দিবেন না, আর অর্থসহ তো অবশ্যই নয়। কারণ কুরআন একটা ১৮+ বই। আর ১৮+ বই এবং ১৮ বছরের কম বয়সীদের পড়া নিষেধ।

নিচের আয়াত/আয়াতাংশগুলো পড়ুন, আর বলুন, কী করে আপনার ছোট ছোট সন্তানদের বোঝাবেন।

[কুরআন-৩৮:৫২] 
“আনতনয়না সমবয়স্কা রমণীগণ”

[কুরআন-২:২৫] 
“সেখানে তাদের জন্য শুদ্ধচারিনী রমণীকূল থাকবে”

[কুরআন-২:১৮৭] 
“রোযার রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে।”

[কুরআন-২:১৮৭] 
“অতঃপর তোমরা নিজেদের স্ত্রীদের সাথে সহবাস কর”

[কুরআন-২:২২২] 
“তোমার কাছে জিজ্ঞেস করে হায়েয (ঋতু) সম্পর্কে। বলে দাও, এটা অশুচি। কাজেই তোমরা হায়েয অবস্থায় স্ত্রীগমন থেকে বিরত থাক। যখন উত্তম রূপে পরিশুদ্ধ হয়ে যাবে, তখন গমন কর তাদের কাছে...।”

[কুরআন-২:২২৬] 
“যারা নিজেদের স্ত্রীদের নিকট গমন করবে না বলে কসম খেয়ে বসে তাদের জন্য চার মাসের অবকাশ রয়েছে...।”

[কুরআন-২:২৩৪] 
“আর তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে এবং নিজেদের স্ত্রীদেরকে ছেড়ে যাবে, তখন সে স্ত্রীদের কর্তব্য হলো নিজেকে চার মাস দশ দিন পর্যন্ত অপেক্ষা করিয়ে রাখা। ”

[কুরআন-৩:১৫] 
“আর রয়েছে (বেহেস্তে) পরিচ্ছন্ন সঙ্গিনীগণ”

[কুরআন-৪:১৫] 
“তোমাদের নারীদের মধ্যে যারা ব্যভিচারিণী”

[কুরআন-৪:১৯] 
“বলপূর্বক নারীদেরকে উত্তরাধিকারে গ্রহন করা তোমাদের জন্যে হালাল নয়”

[কুরআন-৪:১৯] 
“কিন্তু তারা যদি কোন প্রকাশ্য অশ্লীলতা করে!”

[কুরআন-৪:৩৪] 
“তাদের (অবাধ্য নারী) শয্যা ত্যাগ কর এবং প্রহার কর।”

[কুরআন-৪:৫৭] 
“সেখানে (বেহেস্তে) তাদের জন্য থাকবে পরিষ্কার-পরিচ্ছন্ন স্ত্রীগণ।”

[কুরআন-৭:২২] 
“অনন্তর যখন তারা বৃক্ষ আস্বাদন করল, তখন তাদের লজ্জাস্থান তাদের সামনে খুলে গেল”

[কুরআন-১২:২৩] 
“আর সে যে মহিলার ঘরে ছিল, ঐ মহিলা তাকে ফুসলাতে লাগল এবং দরজাসমূহ বন্ধ করে দিল। সে মহিলা বললঃ শুন! তোমাকে বলছি, এদিকে আস, সে বললঃ আল্লাহ রক্ষা করুন; তোমার স্বামী আমার মালিক।”

[কুরআন-১৫:৭১] 
“তিনি বললেনঃ যদি তোমরা একান্ত কিছু করতেই চাও, তবে আমার কন্যারা উপস্থিত আছে।” 

[কুরআন-২৩:৬] 
“তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না।”

[কুরআন-৩৭:৪৮] 
“তাদের কাছে থাকবে নত, আয়তলোচনা তরুণীগণ।”

[কুরআন-৪৪:৫৪] 
“আমি তাদেরকে আনতলোচনা স্ত্রী দেব।”

[কুরআন-৫২:২০] 
“তারা শ্রেণীবদ্ধ সিংহাসনে হেলান দিয়ে বসবে। আমি তাদেরকে আয়তলোচনা হুরদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ করে দেব।”

[কুরআন-৫৫:৫৬] 
“তথায় (বেহেস্তে) থাকবে আনতনয়ন রমনীগন, কোন জিন ও মানব পূর্বে যাদের (হুরগণ) স্পর্শ করেনি।”

[কুরআন-৫৫:৭৪] 
“কোন জিন ও মানব পূর্বে তাদেরকে (হুরগণ) স্পর্শ করেনি।”

[কুরআন-৫৬:২২] 
“তথায় থাকবে আনতনয়না হুরগণ,” 

[কুরআন-৫৬:৩৬-৩৭] 
“অতঃপর তাদেরকে করেছি চিরকুমারী। কামিনী, সমবয়স্কা।”

[কুরআন-৭৬:১৯] 
“তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোরগণ। আপনি তাদেরকে দেখে মনে করবেন যেন বিক্ষিপ্ত মনি-মুক্তা।”

[কুরআন-৭৮:৩৩] 
“সমবয়স্কা, পূর্ণযৌবনা তরুণী।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন