আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪

দাঁড়িপাল্লার ঝাড়ি - ২৬

লিখেছেন দাঁড়িপাল্লা ধমাধম

৭৬.
সমস্ত মানুষ ও জ্বীন একত্র হইয়াও কোরানের মত একটা বদ গ্রন্থ রচনা করতে পারবে না, কারণ মানুষ আর জ্বীনের সমস্ত বদগুণ যোগ করলেও তা মহাবদের সমান হবে না।

৭৭.
পুত্তম প্লাস আদমের জন্মের পর থিকা শেষ প্লাস মহানাভির জন্ম পর্যন্ত ইস্লাম জাহানে কুনো জীবনবিধান আছিল না। তখন মুছলমানরা কী বিধানে চলত, সেইটা জিগাইয়া লজ্জা দিয়েন না। যাই হোক, মুছলমানদেরকে ছহি ছম্মত লাইনে আনতে পরিপূর্ণ জীবনবিধান কোরান নাজিলের দরকার হয়। তারপর কোরান নাজিলের পর থিকা আজ পর্যন্তও কোনো মুছলমানের জীবনযাপনে ছহিহ ইস্লামের ছায়াও দেখা যায় নাই, অর্থাৎ সেই পরিপূর্ণ জীবনবিধান মাইনা চলা কুনো মুছলমানের পক্ষে সম্ভব হয় নাই, হচ্ছে না, হবেও না। অতএব, তুমরা ইস্লাম নামক সেই পরিপূর্ণ জীবনবিধানের আর কুন কুন কৌতুকরে অস্বীকার করপে?

৭৮.
ধর্ম একটি সিরিয়াস জিনিস। তাই ধর্ম নিয়ে ফাইজলামি করা মোটেই ঠিক নয়। 

আসুন, ছহি সম্মত উপায়ে সিরিয়াস ভাবে ধর্ম পুন্দাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন