আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৪

নিঃসীম নূরানী অন্ধকারে - ১০৭

লিখেছেন কবীর উদ্দীন

৫৩১.
- 'সেলফি মামা' কাকে বলে? দু'জন ইতিহাস প্রসিদ্ধ সেলফি মামার উদাহরণ দাও। এবং সম্পর্ক বিশ্লেষণ করো।
- যে নিজেই নিজের মামা তাকে 'সেলফি মামা' বলা হয়। দু'জন ইতিহাস প্রসিদ্ধ সেলফি মামার উদাহরণ হচ্ছে, নবীর নাতি হাছান ও হুছাইন। বিশ্লেষণ: আপনার নানার ছেলে সম্পর্কে আপনার কী হবে? মামা, তাই না? নবীজির নাতি হাছান ও হুছাইন ছিল তাদের আলি নানার ছেলে। নানার ছেলে মানেই মামা। অর্থাৎ তারা নিজেদের মামা নিজেরাই, আধুনিক প্রযুক্তির ভাষায় যাকে বলে 'সেলফি মামা'।

৫৩২.
হিন্দুদের অনেক আব্বুর মধ্যে এক আব্বু হচ্ছে রামকৃষ্ণ পরমহংস। অর্থ - বড় কালো অত্যন্ত হাঁস। রামকৃষ্ণ কিন্তু অত্যন্ত রকমের হাঁস ছিল। কমটম ছিল না কোনোভাবেই। আবার সে শুধু পরম হাঁসই ছিল। পরম-মোরগ, পরম-ডাহুক, পরম-কাক, পরম-চিল, পরম-কাকাতুয়া, পরম-ঘুঘু বা পরম অন্য কোনো জন্তু-জানোয়ার সে ছিল না কিন্তু। সে ছিল শুধু পরম-হাঁস। মানে অত্যন্ত-হাঁস।

৫৩৩.
য়াল্যারা নাই। তাই তারা জগতের কোনো কাজে আসতে পারে না। আহা, ওরা যদি থাকতো, তবে পৃথিবীর কতো উপকারেই না আসতো।

৫৩৪.
মুছা (রাঃ) একদা নীল নদী পার হতে গেলো। তাকে দেখেই প্রবল স্রোতস্বিনী নদীর সকল জল নিমেষে শুকিয়ে গেল। নদীটি জল শুকিয়ে মরে গেল। একটি নদীর সাথে মিশে থাকে নদীর দুই তীরবর্তী ও দূরান্তের মানুষের জীবন-জীবিকা, সাহিত্য, সুর, গান, যোগাযোগ ইত্যাদি। আরো মিশে থাকে অগণিত জলজ প্রাণীর জীবন। একটি নদী মরে যাওয়া মানে এসবের অনেক কিছুরই মরে যাওয়া। একটি নদী মরে যায় তার ওপর হাজার বছরের অত্যাচারে, অযত্নে, অপব্যবহারে। কিন্তু নবী মুছা (রাঃ) এতই অলক্ষুণে ছিল যে, তাকে দেখেই অন্য কোনো কারণ ছাড়াই নদীটি শুকিয়ে মরে গেল।

৫৩৫.
ইউনুছ নবী ছিল একটা বিষম রকমের অখাদ্য। তাকে একবার মাছে খেয়ে ফেলেছিল। মাছের হয়ে গেল বদহজম, স্টোমাক ভাইরাস। অবশেষে ইউনুছকে বমি করে ফেলে দিয়ে মাছটি হাঁফ ছেড়ে প্রাণে বাঁচে। ধর্মের উদ্ভাবকেরা একেকটা জঘন্য বস্তু ছিল। এমন জঘন্য ছিল যে, মাছের পর্যন্ত অরুচি ছিল ইউনুছ নামের একজনের ওপর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন