বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪

ইছলাম নারীকে দিয়েছে সর্বোচ্চ অধিকার, মর্যাদা ও সম্মান: একটি ফিরিস্তি

লিখেছেন রহমান পৃথু

যৌনস্বাধীনতা ছাড়া সব স্বাধীনতা অর্থহীন।

এই পোষ্ট ঐ নির্বোধ নারীদের জন্য, যারা না বুঝে ইসলামের পক্ষে, যৌনস্বাধীনতার বিরুদ্ধে কথা কয়।

তাদের জন্য কিছু ইছলামী জ্ঞান:

পিরিয়ড তথা মাসিক হলে নারী অপবিত্র হয়।

যৌন অর্গাজম অর্জনের সব উপায় নারীর জন্য হারাম।

হস্তমৈথুন - নারী বা পুরুষের জন্য কবিরা গুনাহ - করলে ইহকালে কঠিন শাস্তি - পরকালে দোজখ।

নারী স্বেচ্ছায় তার পছন্দের পুরুষের সাথে মিউচুয়াল সেক্স করতে পারবে না। করার অর্থ জেনা, শাস্তি - পাথর মেরে হত্যা।

নারীর বিবাহবহির্ভূত কোনো যৌনসম্পর্ক মানে মৃত্যুদণ্ড।

নারী কিভাবে তাঁর শরীর ব্যবহার করবে বা অন্যকে ব্যবহার করতে দেবে, সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নারীর নিজের নেই।

পুরুষ বিবাহের আগে নারীর যৌনাঙ্গ, বুক পাছার আকৃতি পছন্দমত নির্বাচন করতে পারবে।

কিন্তু নারী পুরুষের লিঙ্গের আকৃতি - পছন্দমত নির্বাচনের অধিকার, সুযোগ পাবে না, এমনকি ইচ্ছাও প্রকাশ করতে পারবে না।

নারী সমকামী হতে পারবে না। হলে - মৃত্যুদণ্ড।

নারীর সৌন্দর্যচর্চা, ভ্রু প্লাক করা, বিউটি পার্লারে যাওয়া হারাম। একমাত্র নিজের ভাই, বাবা, পুত্র ছাড়া কারো সামনে সৌন্দর্য প্রকাশ করা হারাম।

পুরুষ তাঁর যৌনাকাঙ্খা নারীর ইচ্ছার বিরুদ্ধেও চাপিয়ে দিতে পারবে - প্রকাশ করতে পারবে। কিন্তু নারীকে তাঁর যৌন ইচ্ছা লুকিয়ে রাখতে হবে। নারীর জন্য যৌনালোচনা নিষিদ্ধ।

স্বামীর যৌনইচ্ছা পূরণে সদা প্রস্তুত থাকতে হবে নারীকে। নাহলে নারীর বেহেশত হারাম। নারী ঘরের বাইরে যেতে পারবে না - পুরুষ সঙ্গী ছাড়া। রাত কাটাতে পারবে না।

পরহেজগার নারী সারা জীবন নামাজ-রোজা করে উপহার হিসাবে আনবে স্বামীর জন্য পুরস্কার - ৭২ হুর। আর হুরদের সাথে স্বামীর যৌনদৃশ্য উপভোগ করবে স্ত্রী।

ধর্ষিতা ৪ জন সাক্ষী জোগাড় করতে না পারলে জেনার অপরাধে পাথর মেরে হত্যা।

স্বামী ৪ স্ত্রী রাখতে পারবে। তালাক দিতে পারবে। - কিন্তু নারী পারবে না একাধিক স্বামী রাখতে, তালাক দিতে।

স্ত্রীকে প্রহার করা যাবে।

নারী - পুরুষের বাম পাজঁরের হাড় থেকে সৃষ্টি... নারী থাকবে বোরখার অন্তরালে... সিনেমা, থিয়েটার, টেলিভিশন, মোবাইল, ফেসবুকে পরপুরুষের ছবি দেখা, কথা শোনা, যোগাযোগ হারাম... শিল্প সংস্কৃতি, গান, বাজনা, নৃত্য হারাম... নারী নেতৃত্ব হারাম... নারী বিচারক হারাম... এক জন পুরুষ সমান দুইজন নারী...

ইত্যাদি...

অর্থাৎ ইছলাম নারীকে দিয়েছে সর্বোচ্চ অধিকার, মর্যাদা ও সম্মান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন