লিখেছেন শ্মশান বাসী
আসুন, ইসলামের কিছু সংস্কার নিয়ে কথা বলি। তবে আগেই বলে রাখি, এগুলোতে কোরান-হাদিসের কোনো সমর্থন আছে কি না, আমার জানা নেই। তবে মুর্খ মুমিনের দল এসব শ্রদ্ধার সাথে পালন করে, কারণ স্থানীয় হুজুরেরা এভাবেই শিক্ষা দেয়।
৯.
আমরা জানি, মুসলমানের মৃতদেহ দাফন করে মুনাজাত শেষ করার পর যত দ্রুত সম্ভব গোরস্তান হতে দূরে চলে যেতে নির্দেশ করা হয়। কারণ ফেরেশতারা নাকি দূরে দাঁড়িয়ে অপেক্ষা করে গোরস্তান হতে সবাই দূরে সরে গেলে তার কবরের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু হবে।
কথাটা কি হাদিস সম্মত? দেখি, হাদিস কী বলে: আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তোমরা যখন আমাকে সমাধিস্থ করবে, তখন আমার কবরের আশেপাশে তোমরা ততক্ষণ অবস্থান করবে, যতক্ষণ একটা উট জবেহ করে তার মাংস বণ্টন করতে লাগে। যেন আমি তোমাদের পেয়ে নিঃসঙ্গতা বোধ না করি এবং জেনে নিই যে, আমি আমার প্রভুর দূতগণকে কী জবাব দিচ্ছি।’ [মুসলিম ১২১, আহমদ ১৭৩২৬,১৭৩৫৭]
১০.
সকল মুসলিমের ধারণা, আল্লাহর তৈরি দিন সব সমান, এতে শুভ-অশুভ বলে কিছু নেই। যেমন শনিবার, তেমনি মঙ্গলবার।
এটা কি ঠিক? একটু গলদ আছে। হাদিসে স্পষ্ট বলা আছে: রাসুল (সাঃ) নং- ১১৭৫ : মানুষের আমলসমূহ সোম ও বৃহস্পতিবারে আল্লাহর দরবারে পেশ করা হয়। হজ্বে যাত্রার জন্য বৃহস্পতিবার এবং দিনের শুরুতে সফরে রওয়ানা দেয়া মুস্তাহাব। (বুখারি) কি দেখলাম ,আল্লাহ নিজেও দিনক্ষন দেখে, আর নবী দিনক্ষণ দেখে শুভ কাজ করার নির্দেশ দিয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন