বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০১৪

ধর্মবিদ্রূপানন্দ - ১৮

লিখেছেন Mosammot Rinee Khatun

৫২.
ত্যাগ ছাড়া ধার্মিক হওয়া যায় না; আর সে ত্যাগ হতে হবে মনুষ্যত্ব গঠনের অতি প্রয়োজনীয় উপাদান বিদ্যা, বুদ্ধি, কাণ্ডজ্ঞান, সর্বোপরি আপনার মগজ। এই উপাদানগুলো যত ত্যাগ করতে পারবেন, আপনি ততবেশী ধাম্মিক হতে পারবেন।

৫৩.
আল্লাহ সর্বশক্তিমান, কিন্তু তাকে ও বন্ধুর অবমানকারীর কিছুই সে করতে পারে না। এক্ষেত্রে রাষ্টের সাহায্য নিয়ে ধর্মঅবমাননাকারীর শাস্তির দাবি করা হয়। আল্লাহর শক্তিমানত্বের অসহায়ত্বে অামার সুদু হাসি ফায়।

৫৪.
একাত্তরের স্বাধীনতা যুদ্ধে যে মা-বোনেরা পাকি হানাদারদের হাতে ধর্ষণের স্বীকার হয়েছেন, তাঁদেরকে শ্রদ্ধার সঙ্গে বলি বীরাঙ্গনা।
অার যে বাংলাদেশি ললনারা পাকি প্রেমে বুঁদ হয়ে "Afridi mary me" পোস্টার বুকে ধারণ করে গর্ভিত হয়, তারা বারাঙ্গনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন