রবিবার, ৫ অক্টোবর, ২০১৪

চিন্তা-প্রতিচিন্তা - ১৬

লিখেছেন বুদ্ধ মোহাম্মদ যীশু কৃষ্ণ

৪৬.
আমি ধর্মবিশ্বাসী অন্ধ ছাগল, তুমি কেন আমার মত অন্ধবিশ্বাসি ছাগল হইবেনা?
আর এর জন্যই তোমার কল্লা কাটা ফরজ।
যদি বাঁচতে চাও, তবে আমার মত ধর্মান্ধ হও।

৪৭.
নাস্তিকদের ঈশ্বর নিয়া সন্দেহ, তাই নাস্তিকেরা আস্তিকদের কাছে ঈশ্বরের অস্তিত্ব নিয়া প্রশ্ন করে।
আর আস্তিকেরা তাদের নিজেদের বাপ নিয়া সন্দিহান, তাই নাস্তিকদের বাপ নিয়া প্রশ্ন করে।

৪৮.
ইসলাম শান্তির ধর্ম - যদি পৃথিবীতে অমানবিক, বিধর্মীবিদ্বেষ ও জেহাদের প্ররোচনায় রচিত গ্রন্থ কোরান এবং কোরানের কুশিক্ষায় কুশিক্ষিত মুসলমান না থাকে, তাহলে ইসলাম অবশ্যই শান্তির ধর্ম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন