লিখেছেন ওয়াশিকুর বাবু
৯৭.
ধর্মগ্রন্থ খুঁড়ে অসাম্প্রদায়িকতা বের করার সমস্যা হলো, কোন ধর্মগ্রন্থ বেশি অসাম্প্রদায়িক, এই মীমাংসা করতেই সাম্প্রদায়িক লড়াই বেধে যেতে পারে!
৯৮.
যখন কোনো মুসলিম ইসলাম প্রতিষ্ঠার নামে কেউ অপকর্ম (মিথ্যা অপপ্রচার, জঙ্গিবাদ, স্বৈরাচার) করে, তখন বেশিরভাগ মুসলিমই তাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন করে, তাদের সফলতার জন্য প্রার্থনা করে, তাদেরকে ইসলামের কাণ্ডারি ভাবে। পরবর্তীতে তাদেরকেই আবার অস্বীকার করার প্রাণপণ চেষ্টা করা হয়। তারা সহী মুসলিম না, তাদের কর্মকাণ্ডের সাথে ইসলামের সম্পর্ক নেই, তারা ইহুদি-নাসারাদের দোসর ইত্যাদি ইত্যাদি।
আবার কোনো মুসলিম কল্যাণমূলক কাজ করলে (মৌলবাদ-জঙ্গিবাদের বিরোধিতা, বিজ্ঞানচর্চা, শিক্ষার প্রসার), তখন মুসলিমরা তার বিরুদ্ধাচরণ করে, কাফের-মালাউন-মুরতাদ বলে ফতোয়া দেয়, কল্লার দাম হাঁকায়। পরবর্তীতে তাদেরকেই আবার সহী মুসলিম, ইসলামের কাণ্ডারি হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে।
৯৯.
ইসলাম ত্যাগের শাস্তি মৃত্যুদণ্ড।
যে কোনো বোধসম্পন্ন মানুষের ইসলাম ত্যাগের জন্য এই বিধানটিই যথেষ্ট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন