বুধবার, ২৬ নভেম্বর, ২০১৪

ঈশ্বর কেন লোকাল

লিখেছেন মাহমুদুল হাসান শাওন

পৃথিবীতে কোনো ইউনিভার্সাল ঈশ্বর নেই। সব ঈশ্বরই লোকাল।

খ্রিষ্টানদের ঈশ্বরের নাম গড। আরবি বর্ণমালাতে তো D অক্ষরটিই নেই। তারা গড উচ্চারন করবে কীভাবে?

প্রমাণিত হল, গড আরবদের জন্য তৈরি হয়নি।

আরবদের ঈশ্বরের নাম আল্লাহ। চাইনিজ ভাষায় L অক্ষরটা নেই। ওরা আল্লাহ উচ্চারণ করবে কীভাবে ? আল্লাহকে ওরা 'আরুরাহ' জাতীয় কিছু উচ্চারণ করতে পারে। আরবরা যেমন গড কে গদ বলে ডাকতে পারে ।

ইউরোপীয় খ্রিষ্টানরা যিশুর মূর্তি বানাতো সাদা গায়ের চামড়া দিয়ে। খ্রিষ্টান ধর্ম যখন আফ্রিকাতে ঢুকল, আফ্রিকানরা তখন যিশুর যে-মূর্তিগুলো বানালো সেগুলোর গায়ের চামড়া হল কালো।

আফ্রিকান যিশু

আমাদের অঞ্চলের লোকাল ধর্ম হল বৌদ্ধধর্ম। গৌতম বুদ্ধের মূর্তি যখন আমরা বানাই, তখন বুদ্ধকে দেখতে আমাদের মতই (ভারতীয় চেহারা) লাগে।

ভারতে বুদ্ধমূর্তি

কিন্তু চাইনিজরা যখন গৌতম বুদ্ধর মূর্তি বানায়, ওদের মূর্তিগুলোর চেহারা হয় চাইনিজ টাইপ। 

চীন দেশে, তাই বুদ্ধং

সাদা যীশুর কোনো মূর্তি দেখালাম না, আপনারা সবাই দেখেছেন নিশ্চয়ই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন