আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

শুক্রবার, ৭ নভেম্বর, ২০১৪

নূরের পথ ছেড়ে আলোর পথে – ২৮

১.
ইছলামের আঁতুরদেশ চৌদি আজবেও নাস্তিক আছে এবং তাদের সংখ্যা ক্রমবর্ধমান। 

২. 
"ঈশ্বর না থাকলে তাকে কেন আমি বিশ্বাস করবো?" ইয়োরোপের নাস্তিকপ্রধান দেশগুলোয় বেড়াতে এসে পথে-ঘাটে এই জাতীয় বাণী শুনে আমেরিকার এক ধর্মযাজকের মস্তিষ্কে বিস্ফোরণের জোগাড়। রিপোর্টের সঙ্গে জুড়ে দেয়া ভিডিওটি অবশ্যদ্রষ্টব্য।

৩.
ব্রিটিশ জনসংখ্যার অর্ধেকেরও বেশি অংশের মতামত: ধর্মের উপকারের চেয়ে অপকার ঢের বেশি। অবাক হবার কিছুই নেই, কারণ ৫০.৬ শতাংশ ব্যক্তি নির্ধার্মিক। 

৪.

৫. 
বর্তমান শতাব্দীর শুরুর দিকে যেসব আমেরিকান প্রাপ্তবয়স্ক হয়েছে, তাদের ভেতরে ধর্মবিশ্বাসীদের সংখ্যা আশাব্যঞ্জকভাবে কম। এর পরবর্তী প্রজন্মগুলো ক্রমশ আরও ধর্মউদাসীন হবে নিশ্চয়ই।

৬. 

৭.
'বিশ্বাস হারিয়ে আমি কী অর্জন করেছি' - এক প্রাক্তন খ্রিষ্টানের রচনা। প্রায় একই ধরনের আরেকটি লেখা

৮. 
মিসরে নাস্তিক্যবাদের দ্রুত প্রসারের ঘটনায় চিন্তিত ও ব্যতিব্যস্ত হয়ে পড়েছে সরকার।

৯.
আমেরিকার মতো প্রবল ধর্মদুর্গত দেশের শতকরা তিরিশজন যখন ধর্মকে 'ওল্ড ফ্যাশনড' এবং 'আউট অভ ডেইট' বলে, তখন আশাবাদী হওয়াই যায়।

১০.
তুরস্কে প্রতিষ্ঠিত হয়েছে সে দেশের প্রথম নাস্তিক্যবাদী সংগঠন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন