রবিবার, ৩০ নভেম্বর, ২০১৪

হাগনকুঠির দুআ

লিখেছেন শান্তনু আদিব

# বিসমিল্লাহসহ পায়খানায় প্রবেশের দুআটি এই:
بِسْمِ اللهِ اَللهُمَّ إِنّيْ أَعًوْذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِثِ.
উচ্চারণ:
বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খুবসী ওয়াল খাবায়িস।
অর্থ:
হে আল্লাহ! দুষ্ট পুরুষ জিন এবং দুষ্ট মহিলা জিনদের অত্যাচার থেকে তোমার পানাহ চাই।

# আর পায়খানা থেকে বের হওয়ার সময় নিম্নোক্ত দুআ পড়বে:
غُفْرَانَكَ الْحَمْدُ لِلهِ الَّذِيْ اَذْهَبَ عَنِّيْ الْاَذَى وَعَافَانِيْ.
উচ্চারণ:
গুফরানাকা আল হামদু লিল্লাহিল্লাযি আযহাবা আননিল আযা ওয়া আফানী।
অর্থ: 
তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি কষ্টদায়ক বস্তুসমূহ আমার থেকে দূর করে দিয়েছেন এবং আমাকে শান্তি দান করেছেন।
এখন প্রশ্ন হইল, হাগা-মুতার সাথে কোনোভাবে কি এই দোয়া দুইটা রিলেট করা যায়, বিশেষত প্রথম দোয়া? মানতেছি, কারো হাগা চরম কষা হইলে তার সাথে দ্বিতীয় দোয়া কিছু রিলেট করা সম্ভব। কিন্তু যাদের হাগা আমার মত সিল্কি স্মুথ, তারা কেমনে দ্বিতীয় দোয়ার সাথে নিজেদের রিলেট করবে?

এর বদলে হাগার দোয়া কি এ রকম হলে ভালো হত না যে,
ইয়া আল্লা, আমি তোমার নাম নিয়া হাগতে বসতেছি, আমার হাগা যাতে কষা বা পাতলা না হয়, সেই তৌফিক দান কর।
এবং হাইগা বের হবার সময় পড়া উচিত, 
ইয়া আল্লা, তোমার নাম নিয়া হাগছি বইলা হাগা আমার সিল্কি স্মুথ হইছে, সেইজন্য তোমার দরবারে হাজার শুকরিয়া।
থিংক অ্যাবাউট ইট ইউ মুসলিমজ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন