রবিবার, ৯ নভেম্বর, ২০১৪

একটি মমিনপ্রিয় সুরা


আবু লাহাব ছিলেন নবীজির আপন চাচা, যিনি নবীজিকে বাল্যকাল থেকে অত্যন্ত স্নেহ করতেন। কিন্তু তিনি ইছলামের পথে আসতে অস্বীকৃতি জানালে আল্যাফাক ওপরের সুরাটি নাজিল করে, যেটাতে লাহাবের স্ত্রীর প্রতিও অভিশাপ বর্ষণ করা হয়েছে। মজার কথা এই যে, এই ঐশী অভিশাপ আরোপ হবার পরেও লাহাব দশ বছর বেঁচে ছিলেন সক্ষম হস্তযুগলসহ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন